শিক্ষা মন্ত্রীকে সরানোর সুপারিশ রাজ্যপালের, সুপারিশ হাস্যকর পাল্টা ব্রাত্য

লোকসভা ভোটের আগে ফের রাজ্ -রাজ্যপাল সংঘাত চরমে। এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ক্যাবিনেট থেকে সরানোর সুপারিশ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি…

লোকসভা ভোটের আগে ফের রাজ্ -রাজ্যপাল সংঘাত চরমে। এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ক্যাবিনেট থেকে সরানোর সুপারিশ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি লঙ্ঘন করেছেন বলেই অভিযোগ। তাই এবার ব্রাত্য বসুকে মন্ত্রীত্ব থেকে সরানোর সুপারিশ বোসের। যদিও বোসের এই সুপারিশকে হাস্যকর বলেই ব্যাঙ্গ করেছেন ব্রাত্য বসু।

সংঘাতের সূত্রপাত ৩০ মার্চ, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার একটি কনভেনশন ঘিরে। ওইদিন সেখানে ওয়েব কুপার সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু। ওইদিন বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। বিরোধীদের তরফে নির্বাচন কমিশনে দায়ের হয় অভিযোগ। সেই ঘটনার পর বিশবিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দেন রাজ্যপাল। সেই শুরু সংঘাতের।

তবে চুপচাপ বসে নেই তৃণমূল পরিচালিত শিক্ষক সংগঠন ওয়েবকুপাও। শিক্ষা মন্ত্রীকে সরানোর সুপারিশের পাল্টা রাজ্যপালকে গদিচ্যুত করার দাবি উঠেছে ওয়েবকুপার তরফে। এই মর্মে রাষ্ট্রপতিকে চিঠি দেবার কথা জানানো হয়েছে।