বাংলার আরও এক সন্তান চলে যাচ্ছেন দক্ষিণ ভারতে। সুকুরাম সর্দারের (Sukuram sardar) গন্তব্য কেরালার দল গোকুলাম ফুটবল ক্লাব। রেলওয়ে এফসির হয়ে দারুণ স্কিলের ঝলক দেখিয়ে ছিলেন তিনি।
কলকাতা ফুটবল লিগ ২০২১- এর অন্যতম আবিষ্কার সুকুরাম সর্দার। হয়েছিলেন মরসুমের সেরা প্রতিশ্রুতিধর ফুটবলার। রেলের হয়ে একাধিক গোল করেছিলেন। দলের ভালো পারফরম্যান্সের পিছনে সুকুরামের অবদান ছিল অনেকটা।
নতুন মরসুমের আগে তাঁকে নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তিনি দল বদল করতে পারেন এমনটা ফুটবল মহলের অনেকে অনুমান করেছিলেন। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে। এবার দক্ষিণ ভারতে প্রচুর বাঙালি ফুটবলার খেলতে গিয়েছেন। চেন্নাই, কেরালা, বেঙ্গালুরুর দলে বাঙালি ফুটবলারদের ছড়াছড়ি।
সুন্দরবনের একেবারে গ্রামের ছেলে সুকুরাম। কাদা মাঠে অনুশীলন করে বড় হয়েছেন। তিনি যেখানে বল পায়ে অনুশীলন করতেন, তার পাশ দিয়ে বয়ে গিয়েছে নদী। মাঠে ঘাস প্রায় নেই বললেই চলে। বর্ষাকালে কাদা। ঘাস অল্প। ওইটুকু জায়গাতেই অনুশীলন করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন সুকুরাম সিং।