সন্তোষ ট্রফির দ্বিতীয় ম‍্যাচে বড় জয় পেলো বাংলা, তবুও ক্ষোভ প্রকাশ করলেন কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য

৭৬ তম সন্তোষ ট্রফির দ্বিতীয় ম‍্যাচে বড়ো ব‍্যবধানে জয় পেলো বাংলা।দমন এবং দাদরাকে ৫-০ গোলে হারালো বাংলা।দুটো করে গোল করলেন রবি হাঁসদা এবং নরহরি শ্রেষ্ঠা,

biswajit bhattacharya

৭৬ তম সন্তোষ ট্রফির দ্বিতীয় ম‍্যাচে বড়ো ব‍্যবধানে জয় পেলো বাংলা।দমন এবং দাদরাকে ৫-০ গোলে হারালো বাংলা।দুটো করে গোল করলেন রবি হাঁসদা এবং নরহরি শ্রেষ্ঠা,একটি গোল করেন সৌভিক ক‍র।এবারের টুর্নামেন্টে দুর্দান্ত খেলছে বাংলা।

১১ জানুয়ারি পরবর্তী ম‍্যাচে মধ‍্যপ্রদেশের মুখোমুখি হবে বাংলা।পিঠে পিঠে ম‍্যাচ, তাই ফুটবলারদের বিশ্রাম দেওয়া তো যাচ্ছেই না,তার পাশাপাশি পরবর্তী ম‍্যাচের জন্যে পরিকল্পনা করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে।কোনও দিন বাস মাঠে পৌঁছতে দেড়ি করে,আবার ম‍্যাচ শুরুর আগে মাঠে ঢুকলে সংগঠকদের তরফে দেড়ি করার জন্যে কথা শোনায়।

সব মিলিয়ে দারুণ সমস্যার মধ্যে আছে বাংলা দল।খাতায় কলমে ফুটবলার দের ভুল বোঝাতে পারছেন না বাংলার কোচ খেলা চলাকালীন, মুখে বলে কাজ মেটাতে হচ্ছে তাকে।এমন সমস্ত সমস্যার জন্যে ভীষণ বিরক্ত হচ্ছেন তিনি, সাংবাদিকদের কাছে ক্ষোভ উগড়ে দিলেন তিনি, এবিষয়।

পরশু পরবর্তী ম‍্যাচ সকল ৮ টায়,কালকে প্রাক্টিস করে ম‍্যাচে খেলতে নামতে হবে ২৪ ঘন্টার’ও আগে।এমন কঠিন পরিস্থিতির মধ্যেও প্রস্তুতি নিচ্ছে দল,তাই প্লেয়ারদের যতো টা সম্ভব বিশ্রাম দিয়ে মাঠে নামানোর একটা মরিয়া চেষ্টা চালাতে বাধ‍্য হচ্ছে টিম ম্যানেজমেন্ট।এর ফলে ভুল শুধরে নেওয়ার সুযোগ হচ্ছে না,কারণ প্রাকটিস করার টাইম খুবই কম।তাও এই স্বল্প সময়ের মধ্যে দলকে তৈরী করার মরিয়া চেষ্টা চালাচ্ছেন বাংলার কোচ।