Roy Krishna: ‘এখনও ভারতেই খেলতে চাই’, নিজের মুখে বললেন রয় কৃষ্ণা

রয় কৃষ্ণা (Roy Krishna) কি ভারত ছাড়তে চলেছেন? চলতি মরসুম শেষ হওয়ার আগে ইতিউতি উঠতে শুরু করেছে এই প্রশ্ন। মরসুম শেষ হলেই তিনি ভারত ছাড়বেন,…

Odisha FC Roy Krishna

রয় কৃষ্ণা (Roy Krishna) কি ভারত ছাড়তে চলেছেন? চলতি মরসুম শেষ হওয়ার আগে ইতিউতি উঠতে শুরু করেছে এই প্রশ্ন। মরসুম শেষ হলেই তিনি ভারত ছাড়বেন, এমন দাবিও করা হচ্ছে। কিন্তু রয় কৃষ্ণা নিজে কী চাইছেন? ফিজিয়ান তারকা নিজের মুখে জানিয়েছেন তাঁর ইচ্ছার কথা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতে কাটানো সময় সম্পর্কে খোলাখুলি আলোচনা করেছেন রয় কৃষ্ণা। তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে তাঁর নাড়ির টান ছিলই। তাই সে সময় এটিকে’র প্রস্তাব পাওয়ার পর আর না করতে পারেননি। রয় কৃষ্ণার পূর্ব-পুরুষরা ভারত ছেড়েছিলেন ব্রিটিশ রাজত্বের সময়।

Mohun Bagan: হাবাসকে নিয়ে জল্পনার পাহাড়

“রাত ২ টো, ৩ টের সময় লোকজন আমার জন্য বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। আমার জন্য এটা ছিল বিশেষ ও নতুন। আমার পূর্বপুরুষরা ১৪০ বছর আগে ভারতে এসেছিলেন। ব্রিটিশ শাসনের সময় তাঁরা ভারত থেকে ফিজিতে পাড়ি দিয়েছিলেন”, বলেছেন রয় কৃষ্ণা।

“আমি যখন ভারতে আসি, কলকাতা এয়ারপোর্টে নামি তখন বিস্ময়ের শেষ ছিল না। এতো মানুষ এক সঙ্গে নামের নামে শ্লোগান দিচ্ছিলেন, ‘কৃষ্ণা… কৃষ্ণা, আমার মনে হচ্ছিল আমি বাড়িতেই আছি।”

Mohun Bagan: সাহালকে কেন্দ্র কর অব্যাহত ধোঁয়াশা

তাহলে এবারেই কি ভারতে শেষ হচ্ছে রয় কৃষ্ণার পথ চলা? তেমনটা তিনি মনে করছেন না। বরং জানিয়েছেন, “আমি অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছি এমন জল্পনা চলছে। কিন্তু আমি এখনও এখানে (ভারতে) খেলতে চাই। কারণ, ভারতীয় ফুটবলকে দেওয়ার মতো রসদ আমার মধ্যে রয়েছে বলে মনে করি।”