Mohun Bagan: সাহালকে কেন্দ্র কর অব্যাহত ধোঁয়াশা

সাহাল আব্দুল সামাদকে (Sahal Abdul Samad) কেন্দ্র করে ধোঁয়াশা অব্যাহত রয়েছে। মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) আগামী ম্যাচে তিনি খেলবেন কি না সেটা এখনও স্পষ্ট…

mohun-bagan fc footballer Sahal Abdul Samad before punjab fc match

সাহাল আব্দুল সামাদকে (Sahal Abdul Samad) কেন্দ্র করে ধোঁয়াশা অব্যাহত রয়েছে। মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) আগামী ম্যাচে তিনি খেলবেন কি না সেটা এখনও স্পষ্ট নয়। তবে এখনও পর্যন্ত যা আপডেট তাতে সাহালের না খেলার সম্ভাবনাই বেশি।

মোহনবাগান সুপার জায়ান্টের পরে ম্যাচ পাঞ্জাব এফসির বিরুদ্ধে। মোহনবাগানের জন্য এটি অ্যাওয়ে ম্যাচ। এই ম্যাচে উপস্থিত থাকবেন না কোনও দর্শক। ক্লোজ ডোর ম্যাচ। ফলত দুই দলের ওপরেই চাপ থাকবে সমানে সমানে। শনিবারের ম্যাচের আগে দুই দলের লক্ষ্য দু’রকম।

Mohun Bagan East Bengal: কেন বন্ধ দরজার পিছনে হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ? জানুন সবটা

ইন্ডিয়ান সুপার লিগের শেষ ম্যাচে চেন্নাইন এফসির বিরুদ্ধে হেরেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। শেষ মুহুর্তের গোলে ২-৩ ব্যবধানে পরাজিত হয়েছিল বাগান। যার ফলে লিগ শিল্ড জয়ের দৌড়ে খানিক পিছিয়ে পড়েছে দল। শীর্ষ স্থানে থাকা মুম্বাই সিটি এফসির থেকে বেড়েছে পয়েন্টের ব্যবধান। পাঞ্জাব এফসিকে হারিয়ে শিল্ড জয়ের দৌড়ে জোরালোভাবে ফিরে আসতে চাইবে মোহনবাগান সুপার জায়ান্ট। অন্য দিকে পাঞ্জাব এফসি রয়েছে শেষ ছয়ে থাকার দৌড়ে। বাগানকে হারিয়ে প্লে অফে যাওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল করতে চাইবে তারা।

 

Chennaiyin FC: ইংল্যান্ডের ক্লাবের সঙ্গে চুক্তি করল ISL ক্লাব

পাঞ্জাব এফসির বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ ম্যাচে সাহাল আব্দুল সামাদকে নিয়ে জল্পনা রয়েছে। তিনি হয়তো খেলতে পারবেন না এই ম্যাচে। ফের চোট সমস্যায় ভুগছেন ভারতের অন্যতম সেরা উঠতি এই মিডফিল্ডার।