I League : ভারতীয় ফুটবল আকাশে নতুন তিন তারকা

বেশ কিছু ইতিবাচক দিক নিয়ে শেষ হয়েছে এবারের আই লিগ (I League)। একাধিক উঠতি ফুটবলার টুর্নামেন্টে নজর কেড়েছেন। যার মধ্যে তিনজনের নাম আলোচনায় উঠে এসেছে…

I-League

বেশ কিছু ইতিবাচক দিক নিয়ে শেষ হয়েছে এবারের আই লিগ (I League)। একাধিক উঠতি ফুটবলার টুর্নামেন্টে নজর কেড়েছেন। যার মধ্যে তিনজনের নাম আলোচনায় উঠে এসেছে বারংবার।

  • জিথিন এমএস
I League
জিথিন পেয়েছেন আই লিগের সেরা মিডফিল্ডারের পুরস্কার।

গোকুলাম কেরালা ফুটবল ক্লাবের সাফল্যের অন্যতম কাণ্ডারী। পেয়েছেন প্রতিযোগিতার সেরা মিডফিল্ডারের খেতাব। চারটি গোল রয়েছে তাঁর নামের পাশে। করেছেন দু’টি অ্যাসিস্ট। ম্যাচ পিছু ড্রিবল ৪.৮।

  • জিতেশ্বর সিং
I League
বছর কুড়ির জিতেশ্বর সেরা উঠতি ফুটবলার।

নেরোকা ফুটবলার ক্লাবের খেলোয়াড়। অর্জন করেছেন সেরা উঠতি ফুটবলারের শিরোপা। জিতেশ্বরের বয়স মাত্র ২০। পাস বাড়ানোর ক্ষেত্রে ইতিমধ্যে দক্ষতা অর্জন করেছেন। পাসিং অ্যাকিউরেসি ৮৭ শতাংশ। ম্যাচ পিছু ট্যাকেল করেছেন ৫.৬ টি। প্রতি ম্যাচে গড়ে তিনবার ড্রিবল করেছেন।

  • এমিল বেনি
I League
মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে গোল করার পর এমিল বেনি।

ফুটবল মহলে অন্যতম আলোচিত নাম। আই লিগ শেষে কোনো পুরস্কার না পেলেও তাঁর খেলা ফুটবলপ্রেমীদের মনে দাগ কেটেছে। গোটা টুর্নামেন্টে গোকুলাম কেরালার এই ফুটবলারও তিনটি অ্যাসিস্ট করেছেন। বাড়িয়েছেন বেশ কিছু গুরুতবপূর্ণ পাস। মোট একুশটি ‘কি পাস’ তিনি সম্পন্ন করেছেন। মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে নির্ণায়ক ম্যাচে করেছেন গোল।