ডুরান্ড কাপে পরাজয়ের ধাক্কা কাটিয়ে উঠতে চাইছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। কলকাতা ফুটবল লিগের (CFL 2024) ম্যাচে বিএসএস স্পোর্টিং (BSS Sporting Club) ক্লাবের বিরুদ্ধে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাইবে সাদা কালো ব্রিগেড। তবে কাজটা সহজ না-ও হতে পারে। মহামেডান স্পোর্টিং ক্লাবকে চাপে ফেলার মতো ক্ষমতা রয়েছে সুযোগসন্ধানী বিএসএস-এর।
রেলের বিরুদ্ধে সহজ জয় তুলে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে East Bengal
মহামেডান স্পোর্টিং ক্লাবের আগামী ম্যাচ বিএসএস-এর বিরুদ্ধে। পয়েন্টের বিচারে বিএসএস-এর তুলনায় অনেকটা এগিয়ে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। মহামেডান মরসুমের শুরুটা ভাল করেছিল। পরের দিকে ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি ক্লাবের তরুণ ব্রিগেড। সিএফএল ২০২৪-এর জন্য এক ঝাঁক তরুণ ফুটবলারদের নিয়ে দল সাজিয়েছেন মহামেডান স্পোর্টিং ক্লাবের কর্তারা।
গ্ৰুপ ‘এ’-এর প্রথম তিনে থাকার দৌড়ে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে দল। শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে জয়, একটি ড্র ও একটি ম্যাচে পরাজিত হয়েছে কলকাতা অন্যতম প্রধান এই ক্লাব। বিএসএস স্পোর্টিং ক্লাব সাত ম্যাচ খেলে রয়েছে সপ্তম স্থানে। একটি মাত্র ম্যাচে তারা হেরেছে। জিতেছে দু’টি ম্যাচে, চারটি ম্যাচ ড্র করেছে। এখনও পর্যন্ত মোট ৯ গোল করেছেন বিএসএস।
প্রতিপক্ষ দলের দুর্বলতার সুযোগ নিয়ে গোল তুলে নেওয়ার ক্ষমতা রয়েছে বিএসএস স্পোর্টিং ক্লাবের। চলতি কলকাতা ফুটবল লিগে তাদের বেশ কিছু গোল হয়েছে বিরতির পর। ম্যাচের একেবারে শুরুর দিকেও গোল করেছে দল। ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে ১-১ ব্যবধানে ড্র করেছিল বিএসএস। শেষ ম্যাচে উয়াড়ীর বিরুদ্ধে ৩-১ গোলে জিতেছিলেন প্রীতম সরকার, শুভঙ্কর দাসরা।
মোহনবাগানের ওপর চাপ বাড়াল ২টি দল
কলকাতা ফুটবল লিগের পাশাপাশি ডুরান্ড কাপেও খেলতে হচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাবকে। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে লড়াই করেও হারতে হয়েছিল। পরপর ম্যাচ খেলার কারণে মহামেডানের ফুটবলাররা হয়তো কিছুটা ক্লান্ত ছিলেন। নিজেদের প্রস্তুত করার জন্য বিএসএস ম্যাচের আগে বেশ কিছু দিন সময় পেয়েছে সাদা কালো ব্রিগেড। সুপার সিক্সে যাওয়ার জন্য নিজেদের সেরাটাই দিতে হবে মহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের।