আজ বাংলা সহ ১৫ রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি IMD-র, সাবধানে থাকুন

ঘূর্ণাবর্ত, নিম্নচাপের জেরে আর রেহাই পাবে না কোনও রাজ্য। এবার বাংলা সহ বহু রাজ্যে ঝেঁপে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করল আইএমডি (IMD)। আর মাত্র কয়েক ঘণ্টা…

ঘূর্ণাবর্ত, নিম্নচাপের জেরে আর রেহাই পাবে না কোনও রাজ্য। এবার বাংলা সহ বহু রাজ্যে ঝেঁপে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করল আইএমডি (IMD)। আর মাত্র কয়েক ঘণ্টা ব্যস তারপরেই আমূল বদলে যাবে দেশের আবহাওয়া। একপ্রকার মুড বদলাবে আবহাওয়া (Weather)। ফলে সাবধানে থাকুন।

আইএমডি জানিয়েছে, দিল্লি-এনসিআর সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টি (Heavy Rainfall) হচ্ছে। আইএমডি জাতীয় রাজধানীর জন্য একটি হলুদ সতর্কতা জারি করেছে। ১৩ অগাস্ট পর্যন্ত দিল্লিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে প্রবল বৃষ্টির জেরে উত্তরাখণ্ড, হিমাচল-সহ একাধিক রাজ্যে ভূমিধসের ঘটনা ঘটেছে। দুই রাজ্যেই ভূমিধসের জেরে রীতিমতো স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, আজও দিল্লি-এনসিআরে হালকা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

   

এছাড়াও আগামী ২৪ ঘন্টায় বাংলা, উত্তরপ্রদেশ ও বিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ঝাড়খণ্ডের পাঁচ জেলায় সতর্কতা জারি করা হয়েছে। জামশেদপুর, দেওঘর, রাঁচি, হাজারিবাগ, পালামৌ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, রাজস্থান, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিম, ওড়িশা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, কোঙ্কন এবং গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্যে।

পার্বত্য রাজ্যগুলির কথা বললে, ১০ এবং ১১ ই আগস্ট জম্মু ও কাশ্মীরের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ১৪ অগাস্ট পর্যন্ত উত্তরাখণ্ড ও রাজস্থানে ভারী বৃষ্টি হতে পারে। গুজরাটের সৌরাষ্ট্র এবং কচ্ছেও ১০ আগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর আইএমডি সূত্রে খবর, অসম ও মেঘালয়ের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ১৪ অগাস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।