রেলের বিরুদ্ধে সহজ জয় তুলে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে East Bengal

কলকাতা: এবারের কলকাতা ফুটবল লিগে (CFL 2024) এখনও পর্যন্ত একটিও ম্যাচে হারেনি ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। তৃতীয় স্থানে থাকা ইস্টবেঙ্গল খেলেছে মাত্র ছ’টি ম্যাচ। পয়েন্ট…

East Bengal CFL 2024

কলকাতা: এবারের কলকাতা ফুটবল লিগে (CFL 2024) এখনও পর্যন্ত একটিও ম্যাচে হারেনি ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। তৃতীয় স্থানে থাকা ইস্টবেঙ্গল খেলেছে মাত্র ছ’টি ম্যাচ। পয়েন্ট সংখ্যা ১৬। আজ পূর্ব রেলের বিরুদ্ধে ম্যাচে। ধার-ভার কিংবা পারফরম্যান্স, সব দিক থেকেই ইস্টার্ন রেলের থেকে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল।

মোহনবাগানের ওপর চাপ বাড়াল ২টি দল

   

কলকাতা ফুটবল লিগ জয়ের রেকর্ড আরও মজবুত করার সুবর্ণ সুযোগ রয়েছে ইস্টবেঙ্গলের সামনে। এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য দেখাচ্ছে লাল হলুদ ব্রিগেডকে। রেলের বিরুদ্ধে সহজে জয় তুলে নিতে চাইবেন বিনো জর্জরা ছাত্ররা। এই ম্যাচ থেকে ইস্টার্ন রেল পয়েন্ট আদায় করতে পারলে সেটা অঘটনের থেকে কম কিছু হবে না।

রেল দলে প্রতিভার অভাব না থাকলেও মাঠে তাদের পারফরম্যান্স বলার মতো নয়। গ্ৰুপ বি-এর পয়েন্ট তালিকার একাদশতম স্থানে রয়েছে ইস্টার্ন রেলওয়ে ফুটবল ক্লাব। সাত ম্যাচ খেলে মাত্র চারটি গোল দিতে পেরেছে তারা। হজম করেছে ১৫টি গোল, গোল পার্থক্য -১১। লিগের শেষ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ০-৫ গোলে পর্যুদস্ত হয়েছিল পূর্ব রেলের ফুটবল দল। এখনও পর্যন্ত দু’টি ম্যাচে জয় পেয়েছে ইস্টার্ন রেলওয়ে। রেলওয়ে এফসি ও ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে জয় তুলে নিয়েছিল তারা। ক্যালকাটা কাস্টমস এই মুহূর্তে রয়েছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে।

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পয়েন্ট কেড়ে নেওয়ার জন্য মরিয়া থাকবে পূর্ব রেল। বাগানের বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে তারা। লাল হলুদ ব্রিগেডের বিরুদ্ধে রক্ষণ আঁটোসাঁটো করে মাঠে নামতে পারে রেল।

ঋতুস্রাবের জন্যই হাতছাড়া পদক? হতাশার মাঝেই ক্ষমা চাইলেন মীরাবাই চানু

অন্য দিকে ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। কলকাতা ফুটবল লিগে একটিও ম্যাচে হারেনি। ডুরান্ড কাপেও পরপর দুই ম্যাচে জয়। রেলের বিরুদ্ধে ম্যাচে শুরুতেই গোল তুলে নিতে চাইবে মশাল বাহিনী। সিএফএল ২০২৪-এ ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত মাত্র তিনটি গোল হজম করেছে। করেছে ২০ গোল। যার মধ্যে শেষ দুই ম্যাচে আট গোল দিয়েছে দল।