কলকাতা: একদিকে ডুরান্ড কাপ, অন্য দিকে কলকাতা ফুটবল লিগ (CFL 2024)। ডুরান্ড কাপে ভারতীয় বায়ুসেনার বিরুদ্ধে ৬-০ গোলে জিতে গ্ৰুপ শীর্ষে উঠে এসেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। কলকাতা ফুটবল লিগে চাপে রয়েছে দল। সুপার সিক্সের টিকিট অনিশ্চিত। পয়েন্টের বিচারে গ্ৰুপের শীর্ষ তিন দলে ঢোকার দাবিদার আরও একাধিক দল।
বাগানের সার্জিক্যাল স্ট্রাইকে বিধ্বস্ত বায়ুসেনা, ছয় গোলের ‘তোপ’ মেরিনার্সদের
বৃহস্পতিবার মোহনবাগানের ম্যাচ ছিল বিকেল ৪টে থেকে। বিকেলে ৩টে থেকে শুরু হয়েছিল কলকাতা ফুটবল লিগের ম্যাচ। রেলওয়েকে ২-০ গোলে হারিয়েছে পিয়ারলেস। রেলওয়ে রয়েছে পয়েন্ট তালিকার শেষের দিকে। আর পিয়ারলেস সবুজ মেরুন ব্রিগেডের গায়েগায়ে।
চলতি কলকাতা ফুটবল লিগে ৭ ম্যাচ খেলে মোহনবাগান সুপার জায়ান্টের পয়েন্ট ১২। ৮ ম্যাচের পর পিয়ারলেসেরও পয়েন্ট সংখ্যা ১২। বাগানের মতো পিয়ারলেসেও তাদের শেষ দুই ম্যাচে জিতেছে। জর্জ টেলিগ্রাফেরও সমসংখ্যা পয়েন্ট। গোল পার্থক্যের বিচারে এই পিয়ারলেস ও জর্জ টেলিগ্রাফের তুলনায় অনেকটা এগিয়ে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট।
সবুজ মেরুনের গোল পার্থক্য ৯। পিয়ারলেসের গোল পার্থক্য ০, জর্জ টেলিগ্রাফের গোল পার্থক্য -২। মোহনবাগান, পিয়ারলেস, জর্জ টেলিগ্রাফ রয়েছে যথাক্রমে পয়েন্ট তালিকার পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে। চতুর্থ স্থানে রয়েছে ক্যালকাটা পুলিশ, ৯ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১৪। শেষ চার ম্যাচের মধ্যে দু’টিতে ড্র ও দু’টিতে পরাজিত হয়েছে পুলিশ। তৃতীয় স্থানে থাকা ইস্টবেঙ্গল খেলেছে মাত্র ছ’টি ম্যাচ। পয়েন্ট সংখ্যা ১৬।
এএফসি কাপে ‘অগ্নিপরীক্ষা’ ইস্টবেঙ্গল, কোথায়-কীভাবে কাটবেন টিকিট?
মোহনবাগানের পরের ম্যাচ আগামী ১১ অগস্ট, জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে। তারপর ১৪ অগস্ট ক্যালকাটা কাস্টমসের মুখোমুখি হবে দল। কাস্টমস রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। এই দুই ম্যাচেই জিততে চাইবে মোহনবাগান সুপার জায়ান্ট।