Mohammedan SC: সাদা-কালোতে সই করলেন এই দাপুটে গোলরক্ষক

আইজল এফসিকে হারিয়ে এবারের আইলিগ অভিযান শুরু করেছে মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাব (Mohammedan SC)। পরবর্তীতে রিয়াল কাশ্মীর হোক কিংবা রাজস্থান অথবা ইন্টারকাশি একের পর এক…

James Kithan

আইজল এফসিকে হারিয়ে এবারের আইলিগ অভিযান শুরু করেছে মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাব (Mohammedan SC)। পরবর্তীতে রিয়াল কাশ্মীর হোক কিংবা রাজস্থান অথবা ইন্টারকাশি একের পর এক দলের বিপক্ষে জয় এসেছে অতি সহজভাবে । বলতে গেলে প্রতিটি দলের বিপক্ষেই বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে ময়দানের এই প্রধান।

বর্তমানে প্রায় টানা এগারো ম্যাচ অপরাজিত রয়েছে ময়দানের এই প্রধান। তাদের রয়েছে মোট ২৭ পয়েন্ট। অন্যান্য দল গুলির থেকে বেশ কিছুটা এগিয়ে এই ফুটবল দল। এখন আইলিগ জয় করাই অন্যতম লক্ষ্য তাদের। সেইজন্য, এবারের সুপার কাপ থেকে নাম তুলে নিয়েছে এই তৃতীয় প্রধান। যেকোনো মূল্যেই আইলিগ ঘরে তোলাই অন্যতম লক্ষ্য তাদের।

সেই মর্মেই নিজের সমস্ত ভুল ভ্রান্তি শুধরে নিয়ে আইলিগের দ্বিতীয় লেগ শুরু করতে চাইছে ব্ল্যাক প্যান্থার্সরা। সেই মতো একাধিক দেশি ও বিদেশী ফুটবলারদের চূড়ান্ত করেছে ক্লাব। যাদের মধ্যে রয়েছেন আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস গোমেজ থেকে শুরু করে রাশিয়ার দাপুটে ফুটবলার ইভজেনি কোজলভ। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই শহরে এসে উপস্থিত হয়েছেন তিনি।

মূলত, দলের উইংকে আরো শক্তিশালী করে তুলতেই এই তারকাকে দলে এনেছে মহামেডান ম্যানেজমেন্ট। তবে আই লীগের দ্বিতীয় লেগের প্রথম ম্যাচে এই তারকাকে না দেখা গেলেও দ্বিতীয় ম্যাচ থেকেই তাকে খেলানোর পরিকল্পনা করতে পারেন দলের বর্তমান কোচ আন্দ্রে চেরনিশভ।

তবে সেখানেই শেষ নয় এবার সাদা-কালো ব্রিগেডের সঙ্গে যুক্ত হলেন তরুণ গোলরক্ষক। তিনি জেমস কিথান। চার্চিল ব্রাদার্স থেকে শুরু করে পরবর্তীতে দিল্লি এফসি সহ গোকুলাম কেরালার গত শক্তিশালী দলে খেলার অভিজ্ঞতা রয়েছে কিথানের। একাধিক ম্যাচে ক্লিনশিট ও রেখেছেন তিনি। তাই সবদিক মাথায় রেখে এবার এই গোলরক্ষকের হাতেই ভরসা রাখল মহামেডান।