Nitish Kumar: জোট ছাড়ছেন নীতীশ? এই কারণেই রাহুলের যাত্রায় ছেদ? দিল্লিতে শাহর বৈঠক

Kolkata 24×7 Special Report: INDIA থেকে ফের NDA তে আসছেন নীতীশ কুমার?বিহারের মুখ্যমন্ত্রীর রহস্যময় অবস্থান উস্কে দিয়েছেন বিজেপির নেতৃত্ব। তাদের সূত্র ধরে সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া…

Kolkata 24×7 Special Report: INDIA থেকে ফের NDA তে আসছেন নীতীশ কুমার?বিহারের মুখ্যমন্ত্রীর রহস্যময় অবস্থান উস্কে দিয়েছেন বিজেপির নেতৃত্ব। তাদের সূত্র ধরে সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ যে সংবাদ দিয়েছে তাতে নীতীশ ফের জোট বদলের পথেই। তবে নীতীশ নীরব।এই নীরবতা আরও রহস্য ঘনীভূত করে দিয়েছে। বিশেষ সূত্র মারফত কলকাতা ২৪x৭ জানতে পেরেছে, এদিন অসম থেকে পশ্চিমবঙ্গে ন্যায় যাত্রা নিয়ে আসার পর রাহুল গান্ধীর কাছে ‘দু:সংবাদ’টি দেন বিহারের কংগ্রেস নেতা (প্রাক্তন সিপিআই) কানহাইয়া কুমার। তাঁর কাছেই সব জেনে দ্রুত সফর কাটছাঁট করার সিদ্ধান্ত নেন রাহুল গান্ধী। তিনি দিল্লি চলে যান।

রাহল গান্ধী কেন পশ্চিমবঙ্গে তাঁর ন্যায় যাত্রা দুদিন স্থগিত করেছেন তা বাংলার প্রদেশ কংগ্রেস নেতৃত্বও জানেন না। তবে প্রদেশ কংগ্রেস বিশেষ সূত্র মারফত কলকাতা ২৪x৭ জানতে পারছে, রাহুল উদ্বিগ্ন ছিলেন। সেটা পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের নেত্রী মমতার কড়া অবস্থান একলাই লড়াই করব এমন অবস্থানের কারণে নয়। কারণ, কংগ্রেস নেতৃত্বের আশা মমতার মন গলবেই। ফলে রাহুলের আচমকা বাংলা ত্যাগ তৃণমূলের সাথে আপাত সমঝোতা ভেস্তে যাওয়া নয় বলেই জানাচ্ছে কংগ্রেস সূত্র।

এদিকে আরও জানা যাচ্ছে কানহাইয়া কুমারের কাছ থেকে আসা ‘দু:সংবাদ’ পাকা খবর বলেই ধরে নিয়েছেন রাহুল গান্ধী। তিনি দিল্লি ফিরে তাঁর ‘বিহার কানেকশন’ কাজে লাগাতে ততপর। পাটনার সূত্র মারফত কলকাতা ২৪x৭ আরও জানতে পারছে, নীতীশ কুমারের অবস্থানে বিহার গরম। রাজনৈতিক উত্তেজনা বিহার থেকে দিল্লি পর্যন্ত তীব্র হয়েছে।

সূত্র মারফত খবর, রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সুপ্রিমো লালু প্রসাদ যাদব তড়িঘড়ি দলীয় বিধায়কদের বৈঠকে ডেকেছেন। আরও জানা যাচ্ছে, বিজেপি তার সমস্ত বিধায়কদের পাটনায় ডেকেছে। বিজেপি বিহার রাজ্য সভাপতি সম্রাট চৌধুরীকে দ্রুক দিল্লিতে আসতে বলেছেন অমিত শাহ। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ঘনিষ্ঠ কেসি ত্যাগীও দিল্লি গেছেন।