Kalinga Super Cup: কলিঙ্গ যুদ্ধে মুখোমুখি ওড়িশা-বেঙ্গল

কলিঙ্গ সুপার কাপে (Kalinga Super Cup) এবার বড়সড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দলকে‌। গতকাল জামশেদপুর এফসি-কে হারিয়ে সুপার কাপের ফাইনালে টিকিট পেয়ে…

Odisha FC, East Bengal

কলিঙ্গ সুপার কাপে (Kalinga Super Cup) এবার বড়সড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দলকে‌। গতকাল জামশেদপুর এফসি-কে হারিয়ে সুপার কাপের ফাইনালে টিকিট পেয়ে গেলেও পরবর্তী সেমিফাইনাল নিয়ে যথেষ্ট চাপ ছিল সমর্থকদের। আজ সে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ওডিশা এফসি ও মুম্বাই সিটি এফসি।

নির্ধারিত সময় শেষে ১-০ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিল ওডিশা। দলের জার্সিতে গোল পান দিয়াগো মরিসিও। ম্যাচের প্রথমার্ধের শেষে পেনাল্টি থেকে গোল তুলে নেয় ওডিশা। পরবর্তীতে আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি রনবীর কাপুরের মুম্বাইয়ের। যার দরুন অতি সহজেই জয় ছিনিয়ে নেয় সার্জিও লোবেরার ছেলেরা।

উল্লেখ্য, গত ফুটবল মরশুমের শুরুতে খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও পরবর্তীতে সুপার কাপের ফাইনালে উঠে আসে দল। শেষ পর্যন্ত সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় ওডিশা। এক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তৎকালীন কোচ ক্লিফোর্ড মিরান্ডা। যার দরুন এএফসি কাপে সুযোগ করে নেয় দল। মোহনবাগান দল প্রথমদিকে এএফসি কাপের গ্ৰুপ পর্ব খেললেও পরবর্তীতে আর এগোনো সম্ভব হয়নি তাদের পক্ষে। এখনো দেশের হয়ে একমাত্র লড়াই তাদের হাতে। তবে গতবারের মতো এবারও কাপ জয়ের ধারা বজায় রাখার লড়াই তাদের কাছে।

যারফলে, ফাইনাল ম্যাচে লোবেরা ব্রিগেড কে সামাল দিতে গিয়ে যে হিমশিম খেতে হবে কার্লোস কুয়াদ্রাতের ছেলেদের তা কিন্তু বলাই চলে। তবুও নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে বহু বছর পর ঘরে ট্রফি তুলতে মরিয়া মশাল ব্রিগেড।