Carles Cuadrat: শহরে পৌঁছেই জুনিয়রদের ম্যাচ দেখতে ছুটছেন কুয়াদ্রাত

অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সোমবার ভোররাতে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছোলেন লাল-হলুদ (East Bengal) দলের নবনিযুক্ত স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত (Carles Cuadrat)।

Spanish Coach Carles Cuadrat

অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সোমবার ভোররাতে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছোলেন লাল-হলুদ (East Bengal) দলের নবনিযুক্ত স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত (Carles Cuadrat)। এতদিন যার অপেক্ষায় ছিল আপামর ইস্টবেঙ্গল জনতা। সেজন্য তার আগমনে সমর্থকদের যে ঢল নামবে সেটাই ছিল স্বাভাবিক। ঠিক তেমনটাই হল। বিমানবন্দর ছেড়ে বেড়িয়ে আসার সময় প্রায় একশো থেকে দেড়শো সমর্থকদের আবেগ ও ভালোবাসার সাক্ষী থাকলেন এই আইএসএল জয়ী কোচ।

প্রথমদিকে সমর্থকদের সঙ্গে সেলফি পর্ব মিটিয়ে বেশকিছু সময় পর ইমামি ম্যানেজমেন্টের তৎপরতায় গাড়িতে উঠলেন তিনি। ভিড় ঠেলে অবশেষে বিমানবন্দর থেকে বেড়িয়ে রওনা দিলেন নিজের গন্তব্যে। তবে আরো আগে আসার কথা থাকলেও ভিসা সমস্যা দেখা দেওয়ায় পিছিয়ে গিয়েছে ভারতে আসার সময়। তাই আর এক মুহুর্ত ও নষ্ট করতে চাননা কুয়াদ্রাত।

সেজন্য, আজ শহরে এসে কিছুটা সময় বিশ্রাম নিয়েই গাড়িতে করে দীর্ঘ পথ অতিক্রম করে চলে যাবেন নৈহাটিতে। যেখানে আজ বিএসএস এর মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল দল। আসলে কলকাতা লিগে জুনিয়র দল মাঠে নামলেও সিনিয়র দলের বেশকিছু ফুটবলারকে দেখা যেতে পারে আজকের ম্যাচে। তাই সময় নষ্ট না করে সোজা মাঠে গিয়ে ম্যাচের দিক নজর রাখতে চান তিনি। সেইমতোই প্রস্তুতি নেওয়া হচ্ছে ম্যানেজমেন্টের তরফে। তাছাড়া আজ কুয়াদ্রাতের আগমনে সমর্থকদের আবেগ ও যে অন্যমাত্রা পাবে তা বলাই চলে।

উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম ম্যাচে রেনবো এফসির সাথে গোলশূন্যভাবে ম্যাচ শেষ করলেও পরের দুইটি ম্যাচেই সহজ জয় পেয়েছে ইস্টবেঙ্গল। তাই বিএসএস ম্যাচে ও আজ সেই ফলাফল ধরে রাখার পরিকল্পনা থাকবে লাল-হলুদ ব্রিগেডের। তাছাড়া এতদিন জুনিয়র দলের কোচ বিনো জর্জের নেতৃত্বে সিনিয়র দল অনুশীলন করলেও এবার কুয়াদ্রাত শহরে আসতেই শক্ত হাতে হাল ধরবেন সিনিয়র দলের।