Wednesday, November 29, 2023
HomeWest BengalNorth Bengalএরাও কি সীমা হায়দরের মতো এসেছে! NJP স্টেশনে ধৃত একাধিক বাংলাদেশি মহিলা

এরাও কি সীমা হায়দরের মতো এসেছে! NJP স্টেশনে ধৃত একাধিক বাংলাদেশি মহিলা

এরাও কী পাক নাগরিক সীমা হায়দরের মতো ভারতে এসেছে প্রেমের টানে, নাকি অন্য কোনও কারণে। একসাথে এতজন বাংলাদেশি মহিলা কী করছিল নিউ জলপাইগুড়ি (NJP) স্টেশনে উঠছে প্রশ্ন। বাংলাদেশ থেকে অবৈধ উপায়ে ভারতে আসা মহিলাদের পাচার করার কাজ চলছিল বলে মনে করছে পুলিশ। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তদন্ত করছে।

   

তদন্তে উঠে এসেছে, অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ধৃত বাংলাদেশি মহিলারা বাংলাদেশের দিনাজপুর থেকে সীমান্ত পেরিয়ে উত্তর দিনাজপুরে ঢুকে পড়ে। সেখান থেকে এজেন্টের মাধ্যমে শিলিগুড়িতে এসেছিল তারা। খবর পেয়ে পাঁচ বাংলাদেশী মহিলা ও তিন ভারতীয় এজেন্টকে গ্রেফতার করে পুলিশ।

রবিবার গভীর রাতে এনজেপি স্টেশন এলাকায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করে৷ ধৃত মহিলারা পুলিশের কাছে দাবি করেছে তাদের কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে আসা হয়েছিল। বাংলাদেশী এজেন্টের মাধ্যমে অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করেছে বলে জানায়৷ ধৃত তিন এজেন্টের নাম ঝন্টু রায়, ফোনি রায় ও সঞ্জয় রায়৷ তারা শিলিগুড়ির আশিঘর, শালুগাড়া ও বকরাভিটার বাসিন্দা।

Latest News