এএফসি কাপে ‘অগ্নিপরীক্ষা’ ইস্টবেঙ্গল, কোথায়-কীভাবে কাটবেন টিকিট?

এএফসি কাপের প্রিলিমিনারি স্টেজের ম্যাচ খেলতে নামছে ইন্ডিয়ান সুপার লিগ দল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের ক্লাব আলটিন আসায়ার। আগামী ১৪ অগস্ট এই ম্যাচের আয়োজন…

East Bengal FC

এএফসি কাপের প্রিলিমিনারি স্টেজের ম্যাচ খেলতে নামছে ইন্ডিয়ান সুপার লিগ দল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের ক্লাব আলটিন আসায়ার। আগামী ১৪ অগস্ট এই ম্যাচের আয়োজন করা হবে। সবথেকে বড় কথা, ম্যাচটি ইস্টবেঙ্গলের ঘরের মাঠ কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হবে। ইতিমধ্যে লাল-হলুদ সমর্থকরা প্রশ্ন করতে শুরু করেছে যে এই ম্যাচের টিকিট কোথায় এবং কীভাবে পাওয়া যাবে। আসুন, সেই ব্যাপারেই আলোচনা করে নেওয়া যাক।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, কলিঙ্গ সুপার কাপে জয় ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের কাছে একটা বড় টার্নিং পয়েন্ট ছিল। প্রায় ১২ বছর পর জাতীয় স্তরে কোনও খেতাব তারা জয় করতে পারল। আর এই টুর্নামেন্ট জয়ের পাশাপাশি ২০২৪-২৫ মরশুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ প্রিলিমিনারি পর্বের যোগ্যতা অর্জন করে ফেলেছে।

   

এবার প্রশ্ন হল, কীভাবে কাটবেন আগামী বুধবার ম্যাচের টিকিট? ইতিমধ্যে সমর্থকদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে ইস্টবেঙ্গল ক্লাব। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে ‘বুক মাই শো’ অ্যাপ থেকে আপনি এই ম্যাচের টিকিট কাটতে পারবেন। ওই পোস্টে টিকিটের জন্য একটি লিঙ্কও শেয়ার করা হয়েছে। প্রথমে সেই লিঙ্কে আপনাদের ক্লিক করতে হবে। এরপর নিশ্চিত করতে হবে যে কতজন মিলে এই ম্যাচ দেখতে স্টেডিয়ামে যাবেন। তারপর আপনি গোটা স্টেডিয়ামের আসন নকশা দেখতে পাবেন। কোন আসনের কত মূল্য সেটা আলাদা আলাদা রং দিয়ে উল্লেখ করা রয়েছে।

 

এবার টিকিটের দামের কথায় আসা যাক। স্ক্রিনের বাঁদিকে টিকিটের বিভিন্ন মূল্য উল্লেখ করা হয়েছে। ৫০ টাকা থেকে টিকিট শুরু হচ্ছে। এরপর ২০০, ২৫০, ৩০০, ৫০০ এবং ৭৫০ টাকা দামের টিকিট রয়েছে। আপনি নিজের পকেট বুঝে টুক করে টিকিট কেটে ফেলতেই পারেন। যে মূল্যের টিকিটে আপনি ক্লিক করবেন, সেই আসনটা আপনাকে দেখানো হবে। এরপর বাঁদিকের নিচে আপনার সামনে টিকিট বুক করার অপশন আসবে। তবে টাকা দেওয়ার সময় আপনাকে বুকিং ফি হিসেবে কিছুটা অতিরিক্ত অর্থ দিতে হবে।

অবশেষে আপনাকে বুক মাই শো’অ্যাপে ফোন নম্বর দিয়ে লগ ইন করতে হবে। আর সেইসঙ্গে ডেবিট কিংবা ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি পছন্দের টিকিট কেটে ফেলতে পারবেন।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ মোট ৩২টি দল অংশগ্রহণ করবে। এই দলগুলোকে রাউন্ড রবিন ফরম্যাটে মোট আটটি গ্রুপে ভাগ করা হবে। ১৭ সেপ্টেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত এই পর্বের খেলা হবে বলে জানা গিয়েছে। প্রিলিমিনারি রাউন্ড থেকে মোট ২৭টি দল বাদ দেওয়া হবে। এরমধ্যে পশ্চিম থেকে ১২টি দল এবং পূর্ব থেকে ১৫টি দল থাকবে। ২০২৩-২৪ মরশুমে আইএসএল শিল্ড জয় করার পর মোহনবাগান সুপার জায়ান্ট এই টুর্নামেন্টে গ্রুপ পর্যায়ের যোগ্যতা অর্জন করেছে।