Mohun Bagan: ডার্বি উপভোগ করতে শহরে সাদিকুর বন্ধু, মাঠে নামবেন নয়া তারকা?

গত মরশুমে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস।

Armando Sadiku' and Jason Cummings

গত মরশুমে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। তবে সেইসব এখন অতীত। নিজেদের ভুল ভ্রান্তি শুধরে নতুন মরশুমে ও যথেষ্ট ভালো ফল করাই একমাত্র লক্ষ্য কলকাতার এই প্রধানের। সেজন্য দেশি ও বিদেশি মিলিয়ে দলের একাধিক ফুটবলারদের বদল করে সঞ্জীব গোয়েঙ্কার ম্যানেজমেন্ট।

দলের পুরোনো অধিনায়ক প্রীতম কোটালকে সোয়াপ ডিলের মাধ্যমে কেরালা পাঠিয়ে সাহাল আবদুল সামাদকে দলে টেনেছে মোহনবাগান। অন্যদিকে গতবার দক্ষ স্ট্রাইকারের অভাব থাকলেও এবার দলের সঙ্গে যুক্ত করা হয়েছে আলবেনিয়ার জাতীয় দল তথা ইউরোপা লিগ খেলা ফুটবলার আর্মান্দো সাদিকু ও অস্ট্রেলিয়ার বিশ্বকাপ খেলা ফুটবলার জেসন কামিন্স। বর্তমানে শহরে এসে কোচের নির্দেশ মতো অনুশীলন চালাচ্ছেন দুজনেই।

তবে এখনও পর্যন্ত মাঠে নামানো হয়নি তাদের কাউকে। গত ৩রা আগস্ট থেকে ডুরান্ড কাপের প্রথম ম্যাচ দিয়ে এবারের ফুটবল মরশুম শুরু করেছে মোহনবাগানের সিনিয়র দল। সেখানে বাংলাদেশ সেনা দলের বিপক্ষে সহজ জয় আসলেও সহকারী কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে মনবীর-লিস্টনদের সামনে রেখেই ম্যাচ জিতেছে সবুজ-মেরুন।

তারপর গত পাঞ্জাব ম্যাচ থেকে দলের হাল ধরেন স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দো। সেই ম্যাচেও হুগো বুমোস থেকে শুরু করে দিমিত্রি পেট্রতোস ও ব্রান্ডন হ্যামিলদের সামনে রেখে ম্যাচ জিতেছে মোহনবাগান। এবার সকলের নজর আগামী ১২ই আগস্টের ডার্বির দিকে। তবে এবার কি মাঠে নামবেন কামিন্স কিংবা সাদিকু? সেই নিয়ে উঠে আসল নয়া তথ্য।

উল্লেখ্য, আসন্ন ডার্বিতে মাঠে না নামানো হলেও দলের রিজার্ভ বেঞ্চে থাকতে চলেছেন জেসন কামিন্স। তবে সব ঠিকঠাক থাকলে কিছুটা সময় মাঠে কাটাতে পারেন আর্মান্দো সাদিকু। হ্যাঁ, ঠিক শুনেছেন। আসলে গতকাল সবুজ-মেরুন দলের অনুশীলনে হঠাৎ হাজির হতে দেখা যায় তার প্রিয় বন্ধুকে। একেবারে গ্যালারিতে বসেই দলের অনুশীলন দেখলেন তিনি।

পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, কলকাতা ডার্বির কথা হুগো বুমোসের কাছ থেকে অনেক শুনেছেন। তবে এবার সেই ম্যাচ চাক্ষুষ করতে সুদূর সুইজারল্যান্ড থেকে এবার ভারতে উড়ে এসেছেন সাদিকুর এই ঘনিষ্ঠ বন্ধু। যা এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে, সাদিকুর মাঠে নামার সম্ভাবনা।