East Bengal: কবে ভারতে আসছেন লাল-হলুদের নয়া স্প্যানিশ ডিফেন্ডার? জানুন

নতুন মরশুম থেকে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর লাল-হলুদ (East Bengal) ব্রিগেড। সেই জন্য ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে বিদায় জানিয়ে স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের হাতে তুলে দেওয়া হয় দলের দায়িত্ব।

José Antonio Pardo

নতুন মরশুম থেকে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর লাল-হলুদ (East Bengal) ব্রিগেড। সেই জন্য ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে বিদায় জানিয়ে স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের হাতে তুলে দেওয়া হয় দলের দায়িত্ব। তার উপরে ভরসা রেখেই দল গঠনের কাজ শুরু করে ম্যানেজমেন্ট। বিশেষ করে বিদেশি ফুটবলার চূড়ান্ত করা হয় এই আইএসএল জয়ী কোচের কথা মেনেই।

সেইমতো দলে আনা হয় গতবছর হায়দরাবাদ দলের দুই তারকা ফুটবলার তথা জাভিয়ের সিভেরিও ও বোরহা হেরেরাকে। এছাড়াও ওডিশা এফসি থেকে দলে আনা হয় তারকা ফুটবলার সাউল ক্রেসপোকে। তবে সেখানেই শেষ নয়, দলের রক্ষনভাগকে মজবুত করতে দুই বিদেশি ডিফেন্ডারকে ও যুক্ত করা হয় দলের সঙ্গে।

যাদের মধ্যে রয়েছেন অজি তারকা জর্ডন এলসে ও স্প্যানিশ তারকা জোসে অ্যান্তোনিও পার্দো লুকাস। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই কলকাতা বিমানবন্দরে পা রাখেন জর্ডন। তারপর থেকেই সমর্থকদের উন্মাদনা বাড়তি মাত্রা লাভ করে। প্রথা মেনেই লাল-হলুদ উত্তরীয়র পাশাপাশি পুষ্পস্তবক দিয়ে বরন করে নেওয়া হয় এই অজি সেন্টার ব্যাককে।

তারপর কলকাতা বিমানবন্দর ছাড়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, “আমি প্রচন্ড উৎসাহিত। লাল-হলুদ জার্সি পড়ে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি। তাছাড়া এসেই দলের সমর্থকদের এমন ভালোবাসা পেয়ে আমি যথেষ্ট খুশি। দীর্ঘপথ যাত্রা করার পর এবার একটু বিশ্রাম নিয়েই মাঠে নেমে পড়তে চাই।” তবে ডুরান্ডের প্রথম ম্যাচে খুব একটা প্রভাব বিস্তার করতে সক্ষম না হলেও তার উপর ভরসা রাখছেন স্প্যানিশ কোচ।

কিন্তু কবে আসবেন দলের আরেক ডিফেন্ডার? সেই নিয়েই এবার উঠে আসল নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, নতুন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে একেবারে সপরিবারে ভারতে আসতে চলেছেন এই তারকা ফুটবলার। যারফলে, শহরে আসতে একটু সময় লাগছে এই স্প্যানিশ তারকার। তবে ম্যানেজমেন্ট সূত্রে খবর, আগামী পাঞ্জাব ম্যাচের আগেই শহরে এসে পড়বেন এই নতুন বিদেশি ফুটবলার।