দিল্লির বায়ুদূষণ রীতিমতো পরিবেশবিদদের কাছে বড় চর্চার বিষয়। দিল্লির (Delhi) বায়ুদূষণ প্রতিরোধ করতে স্থানীয় প্রশাসন একের পর এক ব্যবস্থা গ্রহণ করলেও খুব যে একটা লাভের লাভ হয়েছে তেমনটা নয়। দিল্লির দূষণের জেরে শ্বাসকষ্ট থেকে শুরু থেকে দীর্ঘমেয়াদি অসুখে মৃত্যুর খবরও শিরনামে উঠে এসেছে। দিল্লিবাসীদের কাছে বিশুদ্ধ বাতাস অনেকটা চাঁদ হাতে পাওয়ার মতো। ইন্ডিয়া টুডে-এর প্রতিবেদন অনুসারে গত বৃহস্পতিবার দিল্লির বায়ু সবচেয়ে বিশুদ্ধ ছিল। গত ছয় বছরের নিরিখে, দিল্লির বায়ুর এত বিশুদ্ধ হওয়ার খবর অনেকটা রেকর্ড অর্জনের সমান।
দেশে পা রেখেই হিংসা বন্ধের বার্তা ইউনূসের
সেন্ট্রাল এয়ার কোয়ালিটি প্যানেলের নিরিখে এই বছর ১লা জানুয়ারি থেকে ৮ অগস্ট পর্যন্ত এই সময়কালে নিরিখে দিল্লির বায়ু এত বিশুদ্ধ পাওয়া যায়নি। শুধু এই বছর নয়, বিগত ছয় বছরে এই সময়কালে এইরকম বিশুদ্ধ বায়ু দিল্লির বাতাসে দেখা মেলেনি। তবে এই বিশুদ্ধ বায়ুর পিছনের কারণ কী? বিগত কয়েকদিন ধরে ঝেঁপে বৃষ্টিপাতের ফলেই আবহাওয়া এই বিশুদ্ধ হয়ে গিয়েছে। গত বৃহস্পতিবার দিল্লির বাতাসে একিউআই-এর পরিমাণ ছিল ৫৩, যা এক অর্থে রেকর্ড।
আজন্ম ‘বামপন্থী’ বুদ্ধদেবের মুখে গায়ত্রী মন্ত্র? অজানা কাহিনী শুনলে চমকে যাবেন!
আবহাওয়া সূত্রে খবর, দিল্লিতে অতিভারী বৃষ্টিপাত হওয়ার ফলে দিল্লির বায়ুদূষণের মাত্রা কমেছে। অন্যদিকে জুন মাস থেকে অগস্ট মাসের শুরু পর্যন্ত দিল্লিতে রেকর্ড সংখ্যক বৃষ্টি হয়েছে। ৫৫৫ মিলিলিটার বৃষ্টিতে দিল্লির অনেক জায়গায় জল জমেছে বলে খবর পাওয়া গিয়েছে। আগামী কয়েকদিনেও বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে।