দেশে পা রেখেই হিংসা বন্ধের বার্তা ইউনূসের

দেশে ফিরেই শান্তির বার্তা দিলেন নোবেল জয়ী ডা. মুহাম্মদ ইউনূস। এদিন দুপুরে প্যারিস থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে…

Muhammad Yunus arrived bangladesh and send messeges

দেশে ফিরেই শান্তির বার্তা দিলেন নোবেল জয়ী ডা. মুহাম্মদ ইউনূস। এদিন দুপুরে প্যারিস থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমে দেশের আইনশৃঙ্খলা রক্ষা করাই হবে তাঁর প্রথম কাজ হবে বলে জানান। দেশে ফিরেই দেশবাসীর উদ্দেশে এমন বার্তা দেন তিনি। শুধু তাই নয়, দেশে আর কারও উপর হামলা হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি। ইউনূস বলেন,

“আমার উপর আস্থা রাখুন। দেশে কারও উপর কোনও হামলা হবে না।”

 

   

প্রয়োজনে ‘শ্বশুরবাড়ি’কেও অশান্ত করতে পারি, ‘জামাই’য়ের কথায় বিপদ দেখছে ভারত

এদিন ৭১-এর স্বাধীনতার কথা স্মরণ করে নোবেলজয়ী বলেন,

“আজ আমাদের গৌরবের দিন। যে বিপ্লবের মাধ্যমে নতুন বিজয় দিবস সৃষ্টি করল তরুণেরা, সেটাকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। যারা এটা সম্ভব করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা বাংলাদেশকে রক্ষা করেছে। পুনর্জন্ম দিয়েছে।”

এদিন সন্ধ্যেতেই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন তিনি। সেদিকেই তাকিয়ে রয়েছে ওপার বাংলার কয়েক কোটি মানুষ।

তীব্র ভারত-বিরোধী ইউটিউবার এবার নয়া বিদেশমন্ত্রী, সুসম্পর্কের পথে কাঁটা বিঁধছে বাংলাদেশ?

কোটা আন্দোলন নিয়ে বিদেশেই ছাত্রদের সক্রিয় সমর্থন জানিয়েছিলেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। বিভিন্ন আন্তর্জাতিক মহলেই দীর্ঘদিন ধরে হাসিনা বিরোধী প্রচারের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন। দীর্ঘকাল মার্কিন মুলুকে কর্মরত থাকায় মার্কিন রাজনৈতিক মহলেও যথেষ্ট নামডাক রয়েছে তাঁর। বহু বিদেশি সংবাদপত্রেও নিয়মিত হাসিনা বিরোধী লেখা লিখতেন। ফলে আওয়ামী লীগ ও হাসিনাপন্থীদের কাছে চক্ষূশূল ছিলেন তিনি।

Bangladesh: প্রতিবেশী বাংলাদেশে অশান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ ভারতীয় সেনার সিডিএসের

অতীতে গ্রামীন ব্যঙ্কের শ্রম বিরোধী আইন লঙ্ঘণে কারাদণ্ড শুনিয়েছিল বাংলাদেশের আদালত। যদিও তারপর থেকে আর দেশে ফেরেননি। এবার একেবারে নয়া সরকারের প্রধানমন্ত্রীর পদেই বসবেন তিনি।