National Games: কেরালার বিরুদ্ধে বদলার ম্যাচে মুখোমুখি বাংলা

৩৬ তম ন্যাশনাল গেমসে (National Games) বাংলার ফুটবল টিম দুরন্ত ছন্দে ছুটে চলেছে। সেমিফাইনালে কঠিন প্রতিপক্ষ সার্ভিসেসকে ১-০ গোলে হারিয়ে কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা এখন…

Bengal National Games football

৩৬ তম ন্যাশনাল গেমসে (National Games) বাংলার ফুটবল টিম দুরন্ত ছন্দে ছুটে চলেছে। সেমিফাইনালে কঠিন প্রতিপক্ষ সার্ভিসেসকে ১-০ গোলে হারিয়ে কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা এখন ন্যাশনাল গেমসের ফাইনালে। আর ফাইনালে বাংলার আর এক কঠিন প্রতিপক্ষ কেরালা।

এই কেরালার কাছেই সন্তোষ ট্রফিতে বাংলাকে হারতে হয়েছিল। বাংলার ছেলেরা পারবে কি কেরালাকে হারিয়ে সন্তোষ ট্রফি হাতছাড়া হওয়ার বদলা নিতে? গ্রুপ পর্বে বাংলা অপরাজিত তকমা নিয়ে ন্যাশনাল গেমসের শেষ চারে নিজেদের জায়গা পাকা করে। সেমিফাইনালে সেনাবাহিনীর ফুটবল দল সার্ভিসেসকে ২৫ মিনিটে, সুরজিৎ হাঁসদার গোলে বাংলা ম্যাচের জয়সূচক গোল করে। বড় মঞ্চে বাংলার ফুটবল দলের এমন পারফরম্যান্স ঈষণীয় হলেও তা প্রাদপ্রদীপের(লাইম লাইট) অভাবে ধুকছে।

বাংলার এই জয়ের পর থেকে কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের ট্যাকটিক্যাল ফুটবল বোধ নিয়ে প্রশংসার ছড়াছড়ি। বস্তুত, বিশুদার ট্যাকটিক্যাল ফুটবল দর্শনে আস্থা রেখেই বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা IFA ন্যাশনাল গেমসে বাংলার ফুটবল দলের কোচিং’র দায়িত্ব কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের হাতে তুলে দিয়েছিল। আর নরহরি, রবি,বিশ্বজিৎ, দীপকদের হেডস্যার হয়ে বিশ্বজিৎ ভট্টাচার্য প্রথমেই যে কাজটা করেছেন তা হল, পুরো দলকে মিডিয়ার দৌরাত্ম্যর হাত থেকে সন্তপর্ণে লুকিয়ে রেখে অমিত, টোটন,বাসুদেব, সৌভিকদের মধ্যে জয়ের খিদে একটু একটু করে বাড়িয়ে তুলেছিলেন। ফলে আজকের তারিখে দাঁড়িয়ে ন্যাশনাল গেমসের ফাইনালে বাংলা মুখোমুখি হতে চলেছে কেরালার। ফাইনাল ম্যাচ হবে ১১ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার।