ISL: জামশেদপুর উড়ে যাওয়ার আগে চূড়ান্ত প্রস্তুতিতে ইস্টবেঙ্গল

ওড়িশা এফসির বিরুদ্ধে অপ্রত্যাশিত হারের পর ইন্ডিয়ান সুপার লিগে (ISL) প্রতিটি ম্যাচ এখন ফাইনাল গেম ইস্টবেঙ্গল এফসির কাছে। এমন আবহে জামশেদপুর এফসির বিরুদ্ধে আগামী রবিবার…

team-esat-bengal

ওড়িশা এফসির বিরুদ্ধে অপ্রত্যাশিত হারের পর ইন্ডিয়ান সুপার লিগে (ISL) প্রতিটি ম্যাচ এখন ফাইনাল গেম ইস্টবেঙ্গল এফসির কাছে। এমন আবহে জামশেদপুর এফসির বিরুদ্ধে আগামী রবিবার খেলতে নামার আগে টিম ইস্টবেঙ্গল বুধবার জিম সেশনে ঘাম ঝড়িয়েছে।

গত ম্যাচে ওড়িশার বিরুদ্ধে প্রথমার্ধে ২-০ গোলের লিড ছিল ইস্টবেঙ্গলের, খেলার সেকেন্ড হাফের তিন মিনিটের মধ্যে ওড়িশা ব্যাক টু ব্যাক দু’গোল ইস্টবেঙ্গল এফসির জালে জড়িয়ে দেয়। আর এতেই খেলাটা শেষ হয়ে যায়।এর পরের দুটো গোল ছিল লাল হলুদ শিবিরের কফিনে পেরেক পোঁতা।

ইতিমধ্যেই ইস্টবেঙ্গল ৭ ম্যাচ খেলে ফেলেছে।এই সাত ম্যাচের মধ্যে রেড এন্ড গোল্ড বিগ্রেড জিততে পেরেছে মাত্র ২ ম্যাচ আর ৫ ম্যাচ হেরে গিয়েছে।এমন পরিসংখ্যানের জেরে ২০২২-২৩ সেশনের ISL টুর্নামেন্টে লাল হলুদ বিগ্রেডের কাছে আসন্ন প্রতিটি ম্যাচ ফাইনাল গেমের মতো হয়ে উঠেছে।

কোচ স্টিফেন কনস্টাটাইনের ছেলেদের টাইটেলশিপে ১৩ টা ম্যাচ খেলতে হবে।এই প্রতিটা ম্যাচ এখন ইস্টবেঙ্গল এফসির কাছে ‘ডু অর ডাই’ ম্যাচ সিচুয়েশন।বিগত দুই ISL মরসুমে ইস্টবেঙ্গল লিগ টেবলে শেষতম স্থানে নিজেদের অভিযান শেষ করেছিল।এইবারের ইন্ডিয়ান সুপার লিগে লাল হলুদ শিবিরের যা পারফরম্যান্স তাতে করে অতি বড় লাল হলুদ সমর্থক প্রিয় দলের ওপর আস্থা রাখতে পারছে না।