Mohun Bagan: সবুজ-মেরুন নিয়ে এবার বিশেষ পরিকল্পনা হাবাসের

গত কয়েক ম্যাচ ধরেই একেবারেই পুরোনো ছন্দে নেই মোহনবাগান (Mohun Bagan)। আইএসএলের গত ম্যাচে জয় আসলেও দলের ফুটবলারদের খেলায় খুব একটা খুশি হতে পারছে না…

Antonio López Habas, Juan Ferrando

গত কয়েক ম্যাচ ধরেই একেবারেই পুরোনো ছন্দে নেই মোহনবাগান (Mohun Bagan)। আইএসএলের গত ম্যাচে জয় আসলেও দলের ফুটবলারদের খেলায় খুব একটা খুশি হতে পারছে না ম্যানেজমেন্ট। এএফসি কাপে গত বসুন্ধরা ম্যাচে এগিয়ে থেকে ও পরাজিত হতে হয়েছিল মেরিনার্সদের। যা নিয়ে হতাশ হতে হয়েছিল সকলকে। তারপর নিজেদের ঘরের মাঠে সার্জিও লোবেরার ওডিশা এফসির কাছে বড়সড় ব্যবধানে পরাজিত হওয়ার দরুন ছিটকে যেতে হয় টুর্নামেন্ট থেকে।

আরও পড়ুন: Mohun Bagan: মাজিয়ার বিপক্ষে পরাজিত হওয়ার পর বিষ্ফোরক মিরান্ডা  

একটা সময় কলকাতা ময়দানের এই প্রধানকে ঘিরে সকলের উন্মাদনা থাকলেও তারাই নাকি টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে সবার আগে। যা কল্পনার ও অতীত ছিল সকলের কাছে। এমন পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন কোচ জুয়ান ফেরেন্দোর ভূমিকা নিয়ে। শোনা যাচ্ছে, আগামী মরশুমে হয়ত দায়িত্বে থাকবেন না এই স্প্যানিশ কোচ।

অন্যদিকে, মোহনবাগান দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে অ্যান্তোনিও লোপেজ হাবাস মূলত দলের জুনিয়র দলের দায়িত্বে থাকলেও বর্তমানে সিনিয়র দলের পারফরম্যান্স নিয়ে খুব একটা খুশি নন তিনি। তবে এএফসি কাপের পর ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে দলের জয় আসলেও পারফরম্যান্স নিয়ে একেবারেই খুশি হতে পারছেন না তিনি।

আরও পড়ুন: Mohun Bagan: ম্যাচ হেরেই এএফসি কাপে অভিযান শেষ করল বাগান 

বিশেষ সূত্র মারফত খবর, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নাকি দলের ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে চুলচেড়া বিশ্লেষণ করতে বসবেন তিনি। তারপর বেশকিছু ফুটবলারদের নিয়ে সিদ্ধান্ত নিতে পারে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে হয়ত বিদায় জানানো হতে পারে একাধিক ফুটবলারদের।

আরও পড়ুন:  Mohun Bagan: হারলেও নিজেদের লক্ষ্যে সফল বাগান-বাহিনী

তাহলে হয়ত আসন্ন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে বেশকিছু বদল আসতে পারে দলের অন্দরে। সেক্ষেত্রে প্রধান দলে একাধিক জুনিয়র ফুটবলারদের পাশাপাশি বেশকিছু নতুন বিদেশি খেলোয়াড়দের দেখা যেতে পারে দলে। তবে ঠিক কারা আসতে পারেন কিংবা কাদের দিকে নজর রয়েছে সেই সংক্রান্ত কিছু জানা যায়নি।