Mohun Bagan: ম্যাচ হেরেই এএফসি কাপে অভিযান শেষ করল বাগান

গত কয়েক সপ্তাহ আগেই সার্জিও লোবেরার ওডিশা এফসির কাছে পরাজিত হতে হয়েছিল হুয়ান ফেরেন্দোর মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দলকে। তার আগের ম্যাচে ও বাংলাদেশের শক্তিশালী…

Mohun Bagan, AFC Cup, Mazia SRC

গত কয়েক সপ্তাহ আগেই সার্জিও লোবেরার ওডিশা এফসির কাছে পরাজিত হতে হয়েছিল হুয়ান ফেরেন্দোর মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দলকে। তার আগের ম্যাচে ও বাংলাদেশের শক্তিশালী ফুটবল দল বসুন্ধরা কিংসের কাছে হোঁচট খেতে হয়েছিল ময়দানের এই প্রধান দলকে। যার দরুণ এক ম্যাচ বাকি থাকতেই ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে।

আরও পড়ুন: Odisha FC: বসুন্ধরা ম্যাচ নিয়ে যথেষ্ট আশাবাদী ওডিশা কোচ, কী বললেন তিনি? 

   

যা কল্পনার অতীত ছিল আপামর বাগান সমর্থকদের কাছে। তবে আজ বিকেলের দিকে মালদ্বীপে টুর্নামেন্টের নিয়ম রক্ষার ম্যাচে শক্তিশালী মাজিয়া দলের মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপারজায়ান্টস। গত ম্যাচের খারাপ পারফরম্যান্সের পর এবার এই ম্যাচে ও পরাজিত হল কলকাতা ময়দানের এই প্রধান।

আরও পড়ুন: Harmanpreet kaur: টি-টোয়েন্টি সিরিজ হারার পর ‘বিস্ফোরক’ ভারতীয় অধিনায়ক 

নির্ধারিত সময়ের শেষে খেলার ফলাফল থাকে ১-০ গোল। মাজিয়া দলের হয়ে একটি মাত্র গোল করেন হাসান রাইফ। আজকের এই পরাজয়ের দরুণ এএফসি কাপে গ্রুপ পর্বের তৃতীয় স্থানে থেকেই অভিযান শেষ করল মোহনবাগান সুপারজায়ান্টস। উল্লেখ্য, গত ম্যাচ পর্যন্ত মোহনবাগানের পুরো সিনিয়র দল এই লিগ খেললেও আজকের এই ম্যাচ জুড়ে খেলতে দেখা যায় মূলত জুনিয়র দলের ফুটবলারদের।

আরও পড়ুন: Odisha FC: জয়ের লক্ষ্যে এএফসি কাপে প্রেস্টিজ ফাইটে নামছে ওডিশা এফসি 

এছাড়াও আসেননি দলের প্রধান কোচ হুয়ান ফেরেন্দো। মূলত শারিরীক অসুস্থতার জন্য স্প্যানিশ কোচের বদলে দলের সঙ্গে যান সহকারী ক্লিফোর্ড মিরান্ডা। যাওয়ার আগে মূলত সেই ম্যাচ নিয়ে জুনিয়রদের সক্রিয়তা দেখাই অন্যতম লক্ষ্য হিসেবে শোনা গিয়েছিল বাগান ব্রিগেডের তরফ থেকে।

সেইমতো আজ জুনিয়র দলের একাধিক ফুটবলারদের দাপট দেখাতে দেখা যায় মাজিয়ার বিপক্ষে। বলতে গেলে এক গোলের ব্যবধানে মাজিয়া এই ম্যাচ জিতলেও তুল্যমূল্য লড়াই দিয়ে সকলের মন জিতে নিয়েছে সবুজ-মেরুনের ছোটরা।