Odisha FC: বসুন্ধরা ম্যাচ নিয়ে যথেষ্ট আশাবাদী ওডিশা কোচ, কী বললেন তিনি?

এবারের এই ফুটবল মরশুমের শুরুটা মোটেও ভালো হয়নি ওডিশা এফসির (Odisha FC) পক্ষে। একের পর এক ম্যাচে কার্যত ধরাশায়ী হতে হচ্ছিল তাদেরকে। তবে সময় যতো…

Sergio Lobera of Odisha FC

এবারের এই ফুটবল মরশুমের শুরুটা মোটেও ভালো হয়নি ওডিশা এফসির (Odisha FC) পক্ষে। একের পর এক ম্যাচে কার্যত ধরাশায়ী হতে হচ্ছিল তাদেরকে। তবে সময় যতো এগোতে থাকে একেবারে অন্য ফর্মে চলে আসে এই ফুটবল ক্লাব। টেক্কা দিতে থাকে একের পর এক ফুটবল দলকে। গত ম্যাচে ময়দানের অন্যতম প্রধান দল মোহনবাগান সুপারজায়ান্টসকে ও বিরাট ব্যবধানে পরাজিত করে এই ফুটবল ক্লাব। যা একটা সময় কল্পনার ও অতীত ছিল সকলের কাছে।

আরও পড়ুন: Mumbai City FC: মুম্বই সিটির দায়িত্ব পেয়েই চ্যালেঞ্জ নিলেন নয়া কোচ ক্র্যাটকি

এছাড়াও সময় এগোনোর সাথে সাথে ইন্ডিয়ান সুপার লিগের মতো দেশের প্রথম ডিভিশনের ফুটবল টুর্নামেন্টে ও ফুল ফোঁটাতে শুরু করে সার্জিও লোবেরার ছেলেরা। এবার এএফসি কাপে সম্মানের লড়াই জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাবের। আজ জিততে পারলেই ভারত থেকে একটি দল হিসেবে এএফসি কাপের পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে ওডিশা।

আরও পড়ুন: Rahul Dravid: দক্ষিণ আফ্রিকা সফরে সমস্যায় দ্রাবিড়, নিতে হবে চরম সিদ্ধান্ত!

আজ সন্ধ্যায় নিজেদের ঘরের মাঠে অর্থাৎ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে তাদের মুখোমুখি হতে হবে বাংলাদেশের শক্তিশালী ফুটবল দল বসুন্ধরা কিংসের বিপক্ষে। পারফরম্যান্স অনুযায়ী দেখলে এই দলের বিপক্ষে খুব একটা ভালো রেজাল্ট নেই সার্জিও লোবেরার ছেলেদের। টুর্নামেন্টের প্রথম লেগে অর্থাৎ কিংস এরিনায় এই দলের বিপক্ষে এগিয়ে থেকে ও পরাজিত হতে হয়েছিল ওডিশা এফসিকে। তাই আজ ম্যাচের আগে বাড়তি অ্যাডভাঞ্চেজ থাকবে বাংলাদেশের এই ফুটবল দলের। অন্যদিকে, গত লেগের হারের বদলা নেওয়ার পালা গতবারের সুপার কাপ জয়ীদের। তবে এই ম্যাচ নিয়ে খুব একটা চিন্তিত নন লোবেরা। ম্যাচের আগেও যথেষ্ট ফুরফুরে মেজাজে পাওয়া যায় তাকে।

আরও পড়ুন: Harmanpreet kaur: টি-টোয়েন্টি সিরিজ হারার পর ‘বিস্ফোরক’ ভারতীয় অধিনায়ক 

সাংবাদিকদের তরফ থেকে এই ম্যাচ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই ম্যাচ নিয়ে আমরা কোনওভাবেই বাড়তি চাপ নিচ্ছি না। আমরা শুধু আমাদের ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে ভালোভাবে এই ম্যাচ খেলতে চাই। আমরা নিজেদের সমস্ত স্বপ্ন গুলোকে বাস্তব রূপ দান করতে চাই।