SLST: তৃণমূলের চমক! চাকরিপ্রার্থীদের প্রতিনিধি হয়ে কুণাল ঘোষ ও শিক্ষামন্ত্রীর বৈঠক

চাকরি চেয়ে না পেয়ে টানা ১০০২ দিন বিক্ষোভকারী SLST চাকরিপ্রার্থীদের সাথে শিক্ষামন্ত্রী বৈঠক করবেন বলে জানিয়েছিলেন। সোমবার নবান্নে সেই বৈঠকে চাকরিপ্রার্থীদের প্রতিনিধি হলেন তৃণমূল মুখপাত্র…

Kunal Ghosh

চাকরি চেয়ে না পেয়ে টানা ১০০২ দিন বিক্ষোভকারী SLST চাকরিপ্রার্থীদের সাথে শিক্ষামন্ত্রী বৈঠক করবেন বলে জানিয়েছিলেন। সোমবার নবান্নে সেই বৈঠকে চাকরিপ্রার্থীদের প্রতিনিধি হলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। যাকে ধর্ণা মঞ্চে দেখেই চোর চোর বলে স্লোগান উঠেছিল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কেন চাকরিপ্রার্থীদের প্রতিনিধি এই প্রশ্নে ফের সরগরম পরিস্থিতি। এদিন তিনি বৈঠকে যাবেন তা পূর্বঘোষিত ছিল না। তবে চাকরিপ্রার্থীদের ১ হাজারতার দিনের ধর্ণা মঞ্চে গিয়েছিলেন। তখন চাকরিপ্রার্থীরা সরাসরি তৃণমূল সরকার ও মু়খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চাকরি দেবার নামে কথার খেলাপ করছে এমন অভিযোগ তুলে মাথা মুড়িয়ে নেন। পরে কুণাল ঘোষ সেখানে গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে বৈঠকের দিন ঠিক করেন।

বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী বাত্য বসুর সাথে চলছে বৈঠক SLST চাকরিপ্রার্থীদের। শিক্ষা সচিব, এসএলএসটির চেয়ারম্যান, লিগ্যাল অফিসার রয়েছেন, রয়েছেন কুণাল ঘোষ। এসেছেন এক সাত সদস্য প্রতিনিধি দল‌। বৈঠক তিনটে নাগাদ শুরু হয়েছে। এই বৈঠকের উপর চোখ রয়েছে সংশ্লিষ্ট মহলের। চাকরিপ্রার্থীরা চাইছে স্থায়ী সমাধান অর্থাৎ নিয়োগ। অন্যদিকে সরকার চাইছে চাকরি হোক কিন্তু আইনি জটিলতায় এই মুহূর্তে আটকে রয়েছে।

কুণাল ঘোষ বলেছেন, সরকার সরকারের জায়গায় থাকবে আমি একজন দলের সাধারণ সম্পাদক। আমার কাজ মানুষের সঙ্গে থাকা। যেখানে ব্রাত্য রয়েছেন সেখানে আমি সরকারের কেউ নই। যারা অভিমান নিয়ে রাস্তায় আছেন আমি তাদের কথা বলব। মুখ্যমন্ত্রী চেয়েছিলেন বলেই পদগুলো হয়েছিল এখন তার বিরুদ্ধেই লোকে কোর্টে চলে যাচ্ছে। এদের নিয়োগ করতে গেলে পদ বাড়াতে হবে। পথ ভারতে গেলে লোকে কোটে চলে যাচ্ছে আবার তারা সিবিআই অমুক তমুক ডেকে আনছে।

এদিকে চাকরিপ্রার্থীরা বলছেন, কোন মামলা আমাদের নিয়োগ নিয়ে নেই। যেটুকু সরকার ও কমিশনের দায়িত্ব। তারা ভুল করেছে তাদের ভুল শোধরাতে হবে ইমিডিয়েট। খুব সহজভাবে আছে ব্যাপারটা ওদের যোগ্যদের চাকরি দিতে চাইলেই চাকরি হবে। সরকার জতিরিক্ত শূন্য পদ তৈরি করেছে সুপার লিমিলিটি পোস্ট সেটাতে আমাদের নিয়োগ চাই। আমাদের একমাত্র দাবি নিয়োগ কবে হবে তা আমাদের জানিয়ে দেওয়া হোক।