ফুটবল লিগের খেলা বাতিল করে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভা করা হচ্ছে কেন এমন দাবিতে ধর্ণা করতে গেছিলেন বিধায়ক শংকর ঘোষ ও বিজেপি সমর্থকরা। তাকে আটক করল পুলিশ। তীব্র উত্তেজনা শিলিগুড়িতে।
বিধায়ক শংকর ঘোষকে আটক করতেই বিজেপি সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতার সভার জন্য লিগের খেলা বাতিল করে দেওয়া হয়েছে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠে মুখ্যমন্ত্রীর সভার জন্য মঞ্চ বাঁধার কাজ শুরু হতেই বিতর্ক ছড়া থাকে। এর আগে বিজেপি সমর্থকদের হুমকি দিয়ে বিতর্ক বাড়িয়েছেন শিলিগুড়ির মেয়র ও প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। তবে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ বলেছিলেন বিক্ষোভ চলবে।
সোমবার শিলিগুড়ির হাসমিচকে অবস্থানে বসেন তিনি। অনুমতি না থাকায় বিধায়ককে অবস্থান থেকে উঠে যেতে বলে পুলিশ। দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এরপর বিধায়ককে তুলে নিয়ে যাওয়া হয় ভ্যানে।
শংকর ঘোষের অভিযোগ,কেন খেলার মাঠে রাজনৈতিক সভা করার অনুমতি দিচ্ছে প্রশাসন? এ নিয়ে বিতর্ক চরমে। দার্জিলিং জেলা প্রশাসন জানিয়েছে, শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সভা ১২ ডিসেম্বর। শিলিগুড়ি পুলিশ সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর সভার দিনেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের কাছে বিক্ষোভের জন্য অনুমতি চেযেছিলেন বিধায়ক শংকর ঘোষ। অনুমতি না পেয়ে তিনি হাসমিচকে অবস্থান বিক্ষোভ করতে যান। সেই বিক্ষোভেরও অনুমতি ছিল না। তাকে সরিয়ে দেওয়া হয়।