Asian Cup: এশিয়ান কাপের জন্য কারা সুযোগ পেলেন ভারতীয় দলের স্কোয়াডে? জানুন

Advertisements আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট (Asian Cup Tournament)। গত মারডেকা কাপে হতাশাজনক পারফরম্যান্স করার পর এখন এই…

Indian National Football Team

Advertisements

আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট (Asian Cup Tournament)। গত মারডেকা কাপে হতাশাজনক পারফরম্যান্স করার পর এখন এই ফুটবল টুর্নামেন্টের দিকে নজর সকলের। এই টুর্নামেন্টের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই বিশেষ পরিকল্পনা নিতে শোনা গিয়েছিল ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচকে।

   

আরও পড়ুন: Mohun Bagan: মাজিয়ার বিপক্ষে পরাজিত হওয়ার পর বিষ্ফোরক মিরান্ডা 

এই আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য আগে ভাগেই বেশকিছু সপ্তাহ অনুশীলন করানোর কথা শোনা গিয়েছিল হেড কোচের তরফ থেকে। যদিও সেই নিয়ে তখন কোনো সবুজ সংকেত মেলেনি ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে। তবে সেই সবের মাঝেই আজ ঘন্টাকয়েক আগে এই টুর্নামেন্টের জন্য স্কোয়াড ঘোষণা করা হয় ফেডারেশনের তরফ থেকে।

সেই অনুযায়ী এবার গোলরক্ষক হিসেবে থাকছেন দেশের অন্যতম ভরসাযোগ্য তারকা গুরপ্রীত সিং সিন্ধু, বিশাল কাইথ, ধীরজ সিং ও গুরমীত সিং ও অমরিন্দর সিং। পাশাপাশি দলের রক্ষনভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন মুম্বাই অধিনায়ক রাহুল ভেকে, নরেন্দর গেহলট, সন্দেশ ঝিঙ্গান, প্রীতম কোটাল, হর্মিপাম রুইভা, নিখিল পূজারি, লালচুংনুঙ্গা, রোশন সিং, বিকাশ সিং, চিঙ্গলসানা, আশিষ রাই, মেহতাব সিং, আকাশ মিশ্রা, অমেও ও শুভাশিস বসু। এছাড়াও দলের মাঝমাঠের দখল নেওয়ার জন্য থাকছেন দীপক টাংড়ি, আপুইয়া, রোহিত কুমার, উদান্তা সিং, নিনথোই মিতেই, নাওরেম মহেশ সিং, গ্লেন মার্টিনস, সাহাল আব্দুল সামাদ, জিকসন সিং, ভিনিত রাই, লিস্টন কোলাসো, অনিরুদ্ধ থাপা ও ব্র্যান্ডন।

Advertisements

আরও পড়ুন:  Mohun Bagan: ম্যাচ হেরেই এএফসি কাপে অভিযান শেষ করল বাগান

এবং ফরোয়ার্ড লাইনে অধিনায়ক সুনীল ছেত্রীর সঙ্গে থাকছেন লালরিয়ানজুয়ালা ছাংতে, প্রতাপ সিং, রাহুল কেপি, ইশান পন্ডিতা, মনবীর সিং, শিবশক্তি, কিয়ান নাসিরি, নন্দকুমার শেখর, জেরি, পার্থিব গগৈ, মনবীর সিং ও ফারুক চৌধুরীর মতো ফুটবলার। এক কথায় বলতে গেলে সবরকম প্রতিভার মিশেল এবার নিজেদের স্কোয়াডে রেখেছেন স্টিমাচ।