Mohun Bagan: মাজিয়ার বিপক্ষে পরাজিত হওয়ার পর বিষ্ফোরক মিরান্ডা

গতকাল বিকেলে মালদ্বীপে টুর্নামেন্টের নিয়ম রক্ষার ম্যাচে শক্তিশালী মাজিয়া (Mazia SRC) দলের মুখোমুখি হয়েছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। গত ম্যাচের খারাপ পারফরম্যান্সের পর এবার এই…

Mohun Bagan Super Giant assistant head coach Clifford Miranda

গতকাল বিকেলে মালদ্বীপে টুর্নামেন্টের নিয়ম রক্ষার ম্যাচে শক্তিশালী মাজিয়া (Mazia SRC) দলের মুখোমুখি হয়েছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। গত ম্যাচের খারাপ পারফরম্যান্সের পর এবার এই ম্যাচে ও পরাজিত হয়েছে কলকাতা ময়দানের এই প্রধান। সম্পূর্ণ সময়ের শেষে খেলার ফলাফল থাকে ১-০ গোল। মাজিয়া দলের হয়ে একটি মাত্র গোল করেন হাসান। 

আরও পড়ুন: Mohun Bagan: হারলেও নিজেদের লক্ষ্যে সফল বাগান-বাহিনী  

   

যারফলে, এই আন্তর্জাতিক টুর্নামেন্টের গ্রুপ পর্বের তৃতীয় স্থানে থেকেই অভিযান শেষ করল সবুজ-মেরুন। উল্লেখ্য, গত ম্যাচ পর্যন্ত মোহনবাগানের পুরো সিনিয়র দল এই লিগ খেললেও এই ম্যাচ জুড়ে খেলতে দেখা যায় মূলত জুনিয়র দলের ফুটবলারদের। এছাড়াও আসেননি দলের প্রধান কোচ হুয়ান ফেরেন্দো। মূলত শারিরীক অসুস্থতার জন্য স্প্যানিশ কোচের বদলে দলের সঙ্গে যান সহকারী ক্লিফোর্ড মিরান্ডা (Clifford Rayes Miranda)।

আরও পড়ুন: Mohun Bagan: ম্যাচ হেরেই এএফসি কাপে অভিযান শেষ করল বাগান  

তবে এই ম্যাচে এক গোলের মাধ্যমে মাজিয়া জয় পেলেও যথেষ্ট দাপিয়ে খেলতে দেখা গিয়েছে সুহেল-ফারদিনদের। যা সহজেই মন জিতে নিয়েছে বাগান জনতার। আসলে, গত ওডিশা ম্যাচে নিজেদের ঘরের মাঠে ধরাশায়ী হওয়ার পর থেকেই এই ফুটবল টুর্নামেন্ট নিয়ে সিনিয়র দলকে খুব একটা জোর দিতে চায়নি ম্যানেজমেন্ট। তার উপর ছিল চোট আঘাতের সমস্যা। সেজন্য দীপক টাংড়ি থেকে শুরু করে বেশকিছু সিনিয়র ফুটবলারদের রেখেই বাকি একাদশ সাজিয়ে ছিল গতবারের আইএসএল জয়ী এই ফুটবল দল। তবে দল এই ম্যাচে হারলেও ছেলেদের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট খুশি সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা।

আরও পড়ুন: Mumbai City FC: মুম্বই সিটির দায়িত্ব পেয়েই চ্যালেঞ্জ নিলেন নয়া কোচ ক্র্যাটকি  

পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমাদের জুনিয়র ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে আমি যথেষ্ট আশাবাদী ছিলাম। ম্যাচের পুরো সময়টা তার প্রমাণ পেয়েছি। আমরা ছি ম্যাচ পরাজিত হলেও ছেলেরা গোটা সময় যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে। পাশাপাশি দলের হেড কোচ অসুস্থ থাকার কারনে এখানে না আসতে পারলেও তিনি শহরে বসে এই ম্যাচ দেখেছেন। সেখানে তার কাছে ও হয়ত তরুণ ফুটবলারদের পারফরম্যান্স যথেষ্ট নজর কেড়েছে। এক কথায় বলতে গেলে এই রিজার্ভ দলের ফুটবলারদের মধ্যেই ভবিষ্যতের সাফল্য দেখেছেন মিরান্ডা।