Subhash Bhowmick : সুভাষিত সুভাষ

প্রতি বছর ২৬ জুলাই আসবে! ২০০৩ সাল ইস্টবেঙ্গল ক্লাবকে আসিয়ান কাপ চ্যাম্পিয়ন কোচ সুভাষ ভৌমিক (Subhash Bhowmick) আজ প্রয়াত। দেখতে দেখতে ১৮ টা বছর কেটে…

Subhash Bhowmick

প্রতি বছর ২৬ জুলাই আসবে! ২০০৩ সাল ইস্টবেঙ্গল ক্লাবকে আসিয়ান কাপ চ্যাম্পিয়ন কোচ সুভাষ ভৌমিক (Subhash Bhowmick) আজ প্রয়াত। দেখতে দেখতে ১৮ টা বছর কেটে গেল আসিয়ান জয়ের। স্মৃতি সততই সুখের।কিন্তু এমন সুখের মাঝে লাল হলুদ সমর্থকদের হৃদয় জুড়ে রয়ে যাবেন ডাকাবুকো স্বভাবের ভোম্বলদা।

বিষাদের সুর আজ ময়দান জুড়ে। হবে নাই বা কেন? কলকাতা ময়দানের সুভাষ ভৌমিক সকলের প্রিয় ভোম্বলদা অমৃতলোকের পথে। ভাল থেকে ভোম্বলদা, তোমার বিদেহী আত্মার শান্তি কামনা করি।

সবুজ গালিচায় প্রতিপক্ষকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ফুটবলার জীবনে এবং নিজের কোচিং কেরিয়ারে সুভাষ ভৌমিক। ইস্টবেঙ্গলের দু’বার আই লিগ জয়ী কোচ, চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানে কোচিং স্টেজেও হৃদয়ে লেখা নাম ইস্টবেঙ্গল। কলকাতার ময়দান সুভাষ ভৌমিককে যা দিয়েছে, কড়ায় গণ্ডায় ফিরিয়েও দিয়েছে ভোম্বল সর্দার হয়ে।

মাঠে রাফ এন্ড টাফ হলেও মনের জগৎ’এ মাটির মানুষ। “নাতির সাথে খুনসুটি দাদুর” এমন মুহুর্তের ছবি আজ ভাইরাল সামাজিক মাধ্যমে। গর্বিত নাতি গর্বিত দাদু। এই স্মৃতি সততই সুখের হয়ে থাকবে অশ্রু সজল নয়নে। “সুভাষিত” সুভাষ ভৌমিক ভারতীয় ফুটবলে তথা হৃদয় জুড়ে লাল হলুদ অভিভাবকহীন আজ ইস্টবেঙ্গল। যেন মাথার ওপর থেকে মস্ত বড় একটা ছাতা সরে গেল। আকুল বেদনায় উথালপাতাল শনিবারের মধ্যাহ্ন, ২২ জানুয়ারি, ২০২২ তারিখটা। এটা শুধু একটা তারিখ নয়,গোটা একটা ইতিহাস ময়দানের সকলের প্রিয়জন ভোম্বলদাকে ঘিরে…