T20 World Cup: প্রস্তুতি ম্যাচে ৭ উইকেটে ইংল্যান্ডকে হারাল ভারত

স্পোর্টস ডেস্ক: সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে, ভারতীয় জোরে বোলার মহম্মদ শামি ৪০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে দুরন্ত স্পেল করেন। ইংল্যান্ডের ১৮৮ রান তাড়া…

India,  England, warm-up match,ICC  T20 World Cup 2021

স্পোর্টস ডেস্ক: সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে, ভারতীয় জোরে বোলার মহম্মদ শামি ৪০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে দুরন্ত স্পেল করেন। ইংল্যান্ডের ১৮৮ রান তাড়া করতে নেমে কেএল রাহুলের ২৪ বলে ৫১, ঈষাণ কিষাণ ৪৬ বলে ৭০ রানে জ্বলে উঠলেও আহত হয়ে মাঠ ছাড়েন। ক্যাপ্টেন বিরাট কোহলি ১১ রানে আউট হন। সূর্যকুমার যাদব ৮ রান করে।

১৮.৩ ওভারে ভারতের দরকার ৯ বলে ১৬ রান।ঋষভ পহ্ন ২৩, হার্দিক পান্ডিয়া ৫ রানে তখনও ক্রিজে। ১৮.৪ ওভারে পান্ডিয়া বাউন্ডারি মারে ক্রিস জর্ডনকে। ভারত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯২ রান তুলে প্রস্তুতি ম্যাচ জিতে যায়। ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে জয় আসে টিম ইন্ডিয়ার। ঋষভ পহ্ন ১৪ বলে ২৯ অপরাজিত এবং পান্ডিয়া ১০ বলে ১২ রানে নট আউট থাকে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বা হাতি ব্যাটসম্যান ঈষাণ কিষাণ মাঠের চারিদিকে শট খেলে জ্বলে ওঠে। ৭ টা বাউন্ডারি আর তিনটে ছক্কা ঈষাণ কিষাণের তেজে পুড়ে ছাই হয়ে যায় ইংলিশম্যানরা। দুরন্ত কেএল রাহুল ৬ টি চার এবং তিনটে ওভার বাউন্ডারি মারেন। ইংল্যান্ডের হয়ে ডেভিড উইলি,মার্ক উড এবং লিঁওম লিভিংস্টোন একটি করে উইকেট পেয়েছে।

অন্যদিকে, পাকিস্তান নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭ উইকেটে জয় পেয়েছে। কায়রন পোলার্ড টসে জিতে ব্যাটিং’র সিদ্ধান্ত নেয়। ক্যারিবিয়ানরা ৭ উইকেটে ১৩০ রান তোলে, ২০ ওভারে। জবাবে ব্যাট করতে নেমে হেড কোচ ম্যাথু হেডেনের পাকিস্তান দুরন্ত জয় ছিনিয়ে নেয়। পাক অধিনায়ক বাবর আজম ৫০,ফাখহার জামান অপরাজিত ৪৬ এবং শোয়েব মালিক ১৪ রানে নট আউট থেকে জয় হাসিল করে কাইরন পোলার্ডদের বিরুদ্ধে। পাকিস্তানের হয়ে সাহিন আফ্রিদি, হাসান আলি,হারিস রউফ ২ টি করে এবং ইমাদ ওয়াসিম ১ টি উইকেট নিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রিস গেইল ২০,হেটমায়ার ২৮,পোলার্ড ২৩ রান করে।পাকিস্তান ১৫.৩ ওভারে জয়ের মুখ দেখে ফেলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে,দুবাই’র আইসিসি আকাদেমি গ্রাউন্ডে।

পাকিস্তান প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় পেয়েছে। ২৪ অক্টোবর দুবাই এর মাঠে রাত ৮ টার সময়ে মুখোমুখি হতে চলেছে ভারত পাকিস্তান আইসিসি টি২০ বিশ্বকাপে। হাইভোল্টেজ এই ম্যাচের আগে দুই চিরপ্রতিদ্বন্দ্বী জয়ের মুখ দেখে আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে। এখন আইসিসি টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ দেখার অপেক্ষায় তামাম দুনিয়া।