IND vs NZ: ব্যর্থ ঝুলনের দুরন্ত লড়াই, ওডিআই সিরিজও খোয়ালেন মিতালিরা

টি-টোয়েন্টির পর এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) ওডিআই সিরিজও হাতছাড়া হল ভারতীয় মহিলা দলের। তার থেকেও বড় বিষয়, চলতি কিউই সফরে এখনও জয়ের দেখা…

টি-টোয়েন্টির পর এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) ওডিআই সিরিজও হাতছাড়া হল ভারতীয় মহিলা দলের। তার থেকেও বড় বিষয়, চলতি কিউই সফরে এখনও জয়ের দেখা পেলেন না মিতালি রাজরা। শুক্রবার তৃতীয় ওডিআইতে ভারতকে ৩ উইকেটে হারাল নিউজিল্যান্ডের প্রমীলা বাহিনী।

এদিন প্রথমে ব্যাট করে ৪৯.৩ ওভারে ২৭৯ রানে অলআউট হয়ে যায় ভারত। দুই ওপেনার সাভিনেনি মেঘনা (৬১) এবং শেফালি বর্মা (৫১) শুরুটা দারুণ করেছিলেন। কিন্তু মিডল অর্ডার সেভাবে দাগ কাটতে পারেনি। জসতিকা ভাটিয়া (১৯), মিতালি রাজ (২৩), হরমনপ্রীত কউররা (১৩) ক্রিজে সেট হয়ে গিয়েও উইকেট ছুঁড়ে দিয়ে আসেন। তবে দীপ্তি শর্মা (অপরাজিত ৬৯) শক্ত হাতে ম্যাচের হাল ধরেন।

বোলিংয়ের শুরুটাও ভালো করে ভারত। দুই ওপেনারকে ১৪ রানের মধ্যে সাজঘরে পাঠিয়ে দেন ঝুলন গোস্বামী। এরপর অবশ্য ম্যাচের রাশ নিজেদের দিকে টেনে নেয় কিউইরা। আমিলিয়া কের (৬৭), অ্যামি স্যাটারওয়েট (৫৯) এভং লরেন ডন (অপরাজিত ৬৪) নিউজিল্যান্ডকে সিরিজ এনে দেন। পাঁচ বল বাকি থাকতে সাত উইকেট খুইয়ে জয়ের রান তুলে নেন তাঁরা। ভারতের অভিজ্ঞ পেসার ঝুলন তিনটি উইকেট পান।