দলের খেলোয়াড়দের ইনজুরি ইস্যুতে বিস্ফোরক দাবি জুয়ান ফেরান্দোর

আগামী শনিবার, ফর্তোদরা PJN স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ATK মোহনবাগান ,প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স এফসি। চলতি ইন্ডিয়ান সুপার লিগে(ISL) সবুজ মেরুন ব্রিগেড এফসি গোয়াকে হারিয়ে, ১৫…

Juan Ferrando

আগামী শনিবার, ফর্তোদরা PJN স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ATK মোহনবাগান ,প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স এফসি। চলতি ইন্ডিয়ান সুপার লিগে(ISL) সবুজ মেরুন ব্রিগেড এফসি গোয়াকে হারিয়ে, ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ এফসি’র সাথে যুগ্ম ভাবে ISL লিগ শীর্ষে উঠে এসেছে। এখন টুর্নামেন্টের প্লে অফের টিকিটও কনফার্ম। দ্বিতীয় স্থানে থাকা জুয়ান ফেরান্দোর (Juan Ferrando ) ছেলেরা কেরালার বিরুদ্ধে জয় ছাড়া অন্য কিছু ভাবতে নারাজ।

কিন্তু জয়ের উইনিং ট্র‍্যাকে ‘পথের কাটা’ রয়, ডেভিড, হুগো, কার্লদের চোট। এই নিয়ে ATK মোহনবাগান হেডকোচ জুয়ান ফেরান্দোর বিস্ফোরক দাবি,”ওরা দ্রুত সুস্থ হয়ে উঠছে। তবে ওদের যে চোট লেগেছে, সেগুলো বেশ গুরুতর ছিল। তবে এখন যে রকম দ্রুত সেরে উঠছে, তাতে আমি খুশি। এখন ওরা একশো শতাংশ সেরে উঠে দলকে সাহায্য করার অপেক্ষায় আছি। তার পরে হয়তো আমাদের সেরা মুহূর্তগুলো আসবে।”

প্রসঙ্গত, গত মঙ্গলবার এফসি গোয়ার বিরুদ্ধে মনবীর সিং’র জোড়া গোলে জেতার পর জুয়ান ফেরান্দো খুল্লাম খুল্লা নিজের অসন্তোষ জাহির করে বলেছিলেন,”আমি খুশি নই যে গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা আমাদের সাথে নেই।” সঙ্গে ATK মোহনবাগান হেডকোচ জুয়ান ফেরান্দো এও বলেছিলেন, “সত্যি বলতে কি, বিল্ড আপে, প্রেসের সময়টা ভালো ছিল না। খেলোয়াড়রা খুব ক্লান্ত। তারা ফ্রেশ ছিল না। ” এফসি গোয়ার বিরুদ্ধে জয়ের পর প্রেস মিটে এসে দলের ইনজুরি প্রসঙ্গে ফেরান্দো জবাব ছিল ,”ডেভিড উইলিয়ামস, হুগো বৌমাস, রয় কৃষ্ণ এবং কার্ল ম্যাকহুগের মতো ইনজুরির রয়েছে,তাই এদিনের ম্যাচে ছিল না।”

সব মিলিয়ে, স্পষ্ট টুর্নামেন্টের প্লে অফে এসে সবুজ মেরুন ফুটবলারদের চোট আঘাত এবং তা থেকে রিকভারির মুহুর্ত এখন আর এক চ্যালেঞ্জ সবুজ মেরুন হেডস্যার জুয়ান ফেরান্দোর কাছে।ঘরের ভিতরে গজিয়ে ওঠা এই চ্যালেঞ্জকে সামলে কেরালা ব্লাস্টার্স এফসি’র বিরুদ্ধে তিন পয়েন্ট ছিনিয়ে আনার লক্ষ্যে জুয়ান ফেরান্দোর ছক আদৌ কাজে দেয় কিনা তা PJN স্টেডিয়ামে বল গড়ালেই বোঝা যাবে।