BJP : জেলাতেও বিদ্রোহের আগুন, ছারখার হতে পারে বাংলার পদ্মবন

গর্তে পড়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। পশ্চিমবঙ্গের (West Bengal) আরও দুই বিধায়ক (MLA) অসন্তোষ প্রকাশ করলেন দলের বিরুদ্ধে। কেন্দ্রীয় নিরাপত্তা ফিরিয়ে দিতে চাইছেন তাঁরা৷ খবরে…

BJP

গর্তে পড়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। পশ্চিমবঙ্গের (West Bengal) আরও দুই বিধায়ক (MLA) অসন্তোষ প্রকাশ করলেন দলের বিরুদ্ধে। কেন্দ্রীয় নিরাপত্তা ফিরিয়ে দিতে চাইছেন তাঁরা৷

খবরে প্রকাশ, বাঁকুড়ার দুই বিধায়ক বিজেপির বিরুদ্ধে উগড়ে দিয়েছেন ক্ষোভ। কেন্দ্রীয় নিরাপত্তাও আর রাখতে চাইছে না তাঁরা। পুরুলিয়া এবং বাঁকুড়া মিলিয়ে এখনও পর্যন্ত ৯ জন বিধায়ক দলের বিরুদ্ধে উল্টো সুর ধরেছেন। বিক্ষুব্ধরা আগামী দিনে তৃণমূল নাম লেখাতে পারেন, রাজনৈতিক মহলে এমনটাও শোনা যাচ্ছে। বাঁকুড়া থেকে নীলাদ্রি শেখর দানা, অমরনাথ সখা, দিবাকর ঘরামী এবং নির্মল কুমার ধারা রয়েছেন বিক্ষুব্ধদের দলে। অমরনাথ এবং নির্মল কুমার কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছেন ইতিমধ্যে।

   

শান্তনু ঠাকুর সুর চড়ানোর পর থেকে বঙ্গ বিজেপিতে হাওয়া গরম। নতুন কমিটির বিরুদ্ধে গর্জে উঠেছে অনেকেই। প্রকাশ্যে কারও নাম নেওয়া না হলেও, অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে উঠছে আঙুল। সায়ন্তন বসু, জয়প্রকাশ মজুমদাররাও রয়েছে বিদ্রোহীদের দলে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী-ও বিদ্রোহী উৎসাহ যোগাচ্ছেন এমনটাও কানাঘুষো।

ঠাকুরবাড়িতে বিজেপির প্রতি অনাস্থা প্রভাবিত করেছে মতুয়া সম্প্রদায়কে৷ মতুয়া বিধায়করা ঠাকুরবাড়িকে খুব মেনে চলেন। তাই তাঁরা বেচাল হতেই গেরুয়া শিবিরের ঈশান কোণে অশনি সংকেত। ইতিমধ্যে বিক্ষুব্ধ বিজেপি নেতারা পিকনিক করেছেন শীতের বনগাঁয়। কর্পোরেশন ভোটের আগে দলের অন্দরে স্পষ্টতই বিভাজন।

জেলাস্তরেও যখন বিক্ষোভের আঁচ, তখন শান্তনুর সুর নরম। বঙ্গ নেতৃত্বের নাম মুখে না এনে তিনি সরাসরি বার্তা দিতে চেয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। “প্রধানমন্ত্রী ছাড়া মতুয়াদের গুরুত্ব কেউ বোঝে না। বাম তৃণমূল কেউ গুরুত্ব দেয়নি,” বলেছেন শান্তনু ঠাকুর।