East Bengal: ‘এটিকে’ আশঙ্কা উড়িয়ে ইস্টবেঙ্গল খেলবে ইস্টবেঙ্গল নামেই

দুই ক্লাবে দুই ছবি। এক দিকে এটিকে মোহন বাগান, অন্য দিকে ইস্টবেঙ্গল (East Bengal)। দল গঠনের ব্যাপারে সবুজ মেরুন ক্লাব অনেকটা এগিয়ে রয়েছে। তবে মাঠের…

East Bengal will play ISL with their own name

দুই ক্লাবে দুই ছবি। এক দিকে এটিকে মোহন বাগান, অন্য দিকে ইস্টবেঙ্গল (East Bengal)। দল গঠনের ব্যাপারে সবুজ মেরুন ক্লাব অনেকটা এগিয়ে রয়েছে। তবে মাঠের বাইরের একটি ঘটনায় এটিকে মোহন বাগান বিতর্কে জড়াচ্ছে।

আরও পড়ুন: Naorem Mahesh Singh: দুই বছরের চুক্তিতে কেরালা ব্লাস্টার্সের এই ফুটবলারকে দলে নিয়েছে ইস্টবেঙ্গল

সোমবার চমকের সঙ্গে সম্পন্ন হয়েছে ইস্টবেঙ্গল দিবসের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ইমামি গোষ্ঠীর কর্ণধার। ক্লাব কর্তাদের পাশে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছেন, আগামী ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল মাঠে নামবে ইস্টবেঙ্গল নামেই। অর্থাৎ ঐতিহ্যবাহী ক্লাবের নামের আগে বা পরে অতিরিক্ত কিছু যুক্ত হচ্ছে না। গোষ্ঠীর কর্ণধারের এই ঘোষণায় খুশির হাওয়া লাল হলুদ তাঁবুতে।

আরও পড়ুন: Amarjit Singh Kiam: ইস্টবেঙ্গলেই থেকে গেলেন অমরজিত সিং কিয়াম

ইন্ডিয়ান সুপার লিগ পরিচালনা করে এফএসডিএল। এই এফএসডিএল-ও একটি কোম্পানি। সেহেতু প্রতিযোগিতায় কোনো দলের নামের আগে বিনিয়োগকারী বা স্পন্সরের নাম ব্যবহার করা যায় না। এই ব্যাপারটি ইস্টবেঙ্গল সমর্থকদের অনেকেই জানতেন। তবুও চাপা উৎকণ্ঠা কাজ করছিল।

আরও পড়ুন: Bikash Yumnam: এই ডিফেন্ডার’কে দলে পাচ্ছে না ইস্টবেঙ্গল

মোহনবাগানের নামের এটিকে যুক্ত রয়েছে। এটিকে পৃথক কোনো কোম্পানি নয়। এটিকে অতীতের একটা ক্লাব। কিছু দিন আগেই গিয়েছিলেন এটিকে মোহন বাগান দিবস। সেখান আমন্ত্রণ জানানো হয়েছিল সঞ্জীব গোয়েঙ্কাকে। তিনি নিমন্ত্রণ রক্ষা করতে পারেননি। ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে বিনিয়োগকারী কোম্পানির কর্তা হাজির ছিলেন। এই দুই ঘটনাকে নিয়ে এখন তুলনা শুরু হয়েছে ময়দানে।