Amarjit Singh Kiam: ইস্টবেঙ্গলেই থেকে গেলেন অমরজিত সিং কিয়াম

আরও একবছরের চুক্তি’তে ইস্টবেঙ্গলে থেকে গেল অমরজিত সিং কিয়াম (Amarjit Singh Kiam)। ৩০ জুলাই তিনি কলকাতায় এসে পৌঁছন। পয়লা আগষ্ট তার মেডিক্যাল হবে ক্লাবে। ইন্ডিয়ান…

Amarjit Singh Kiyam

আরও একবছরের চুক্তি’তে ইস্টবেঙ্গলে থেকে গেল অমরজিত সিং কিয়াম (Amarjit Singh Kiam)। ৩০ জুলাই তিনি কলকাতায় এসে পৌঁছন। পয়লা আগষ্ট তার মেডিক্যাল হবে ক্লাবে। ইন্ডিয়ান অ্যারোজে নজরকাড়া ফুটবল খেলার পর তাকে জামশেদপুর দলে নেয়।সেখানে ১৫ টা ম‍্যাচ খেলে একটি অ্যাসিস্ট’ও করেন।

আরও পড়ুন: Alocious M এই ভারতীয় উইংগার’কে দলে নিয়ে চমক দিতে চলেছে ইস্টবেঙ্গল

২০২১ সালে অমরজিত যায় এফসি গোয়ায়,সেখান থেকে গত মরশুম লোনে আসেন ইস্টবেঙ্গলে । এই ডিফেন্সিভ মিডফিল্ডার ফুটবলার ক্লাবের হয়ে ১৬ টা ম‍্যাচ খেলেছিলেন, এবং তার পারফরম্যান্স যথেষ্ট প্রশংসিত হয়েছিল।

আরও পড়ুন: East Bengal : রেকর্ড অর্থে ফুটবলার সই করানোর পথে ইস্টবেঙ্গল

ইতিমধ্যে শহরে হাজির হয়েছে ইস্টবেঙ্গলের এই মরশুমে ডুরান্ড কাপ এবং কলকাতা লীগের কোচ বিনো জর্জ,শহরে আসছে গত মরশুমে প্রিকন্ট্রাক্টে থাকা ফুটবলার’রা।আর হাতে গোনা কয়েক দিন বাদেই ডুরান্ড কাপ,তাই এখন খুব বিশেষ একটা ভাবনা চিন্তা করার সময় নেই ক্লাবের হাতে।শোনা যাচ্ছে আইএসএলে আগে প্রাক মরশুম প্রস্তুতি সারতে ইস্টবেঙ্গল মালেয়শিয়া ট‍্যুরে যেতে পারে, তবে গোটা বিষয়টি বর্তমানে একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন: Aniket Yadav: ইস্টবেঙ্গলে সই করতে কলকাতায় এলেন এই তারকা ভারতীয় ফুটবলার

এদিকে,ইস্টবেঙ্গলে সই করতে রোবরাতে কলকাতায় এসে হাজির হলেন ভারতীয় উইংগার অনিকেত যাদব।অনিকেত’কে দলে নিতে ট্রান্সফার ফি দিচ্ছে ইস্টবেঙ্গল তার বর্তমান ক্লাব হায়দ্রাবাদ এফসি’কে।দুই ক্লাবের মধ্যে এবিষয়ে মৌখিক কথাবার্তা বলা আগেই হয়ে গেছে।আপাতত শুধুমাত্র কাগজপত্রের কাজ বাকী আছে শুধু।আজকেই তার মেডিক্যাল হওয়ার কথা।