SSC Scam: চাপে পড়েছেন মমতা, মন্ত্রীত্ব যাচ্ছে পরেশের

  ক্ষমতা চলে যাচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই জেরায় জেরবার ও কন্যাকে বেআইনিভাবে চাকরি দেওয়ায় জড়িত শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। বুধবারই তিনি পদচ্যুত হতে চলেছেন…

 

ক্ষমতা চলে যাচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই জেরায় জেরবার ও কন্যাকে বেআইনিভাবে চাকরি দেওয়ায় জড়িত শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। বুধবারই তিনি পদচ্যুত হতে চলেছেন বলে খবর।

এসএসসি দুর্নীতিতে প্রবল চাপের মুখে মমতা সরকার। ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার পরেশের ঘাড়ে কোপ আসতে চলল। মেখলিগঞ্জের পরেশ গেলেও উত্তরবঙ্গ থেকে মন্ত্রী পেতে চলেছে কোচবিহার জেলা। দিনহাটার বিধায়ক উদয়ন গুহ আসছেন মমতার মন্ত্রিসভায়।

সোমবার মন্ত্রিসভার বৈঠক নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। তহে এদিন মমতা বলেন, বুধবার মন্ত্রিসভায় বদল হতে চলেছে।

বৈঠকের শেষে তৃণমূল কংগ্রেস সাংগঠনিকস্তরে বড়সড় রদবদল হলো। দার্জিলিংয়ে ২ টি সাংগঠনিক বিভাগ করা হয়েছে। এই দুই সাংগঠনিক জেলায় পাহাড় সভাপতি করা হয়েছে রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রীকে। আর সমতলে সভাপতির দায়িত্বে ছিলেন পাপিয়া ঘোষ। তাঁকেই রেখে দেওয়া হয়েছে।

অন্যদিকে মুর্শিদাবাদ ও বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে প্রাক্তন কংগ্রেস বিধায়ক শাঁওনি সিংহ রায়কে। বারাসত সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। এর আগে এই দায়িত্বে ছিলেন বারাসত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়। দলের মধ্যে তিনি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। তাই তাঁকে সরিয়ে কাকলীকেই ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলেন তৃণমূলের হাইকম্যান্ড।

তবে দমদম ও ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পদে এখনও অবধি কারোর নাম ঘোষণা করা হয়নি। তবে চেয়ারম্যানের দায়িত্বে আগের মতোই রয়েছেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকে। গোপাল শেঠকে সরিয়ে বিজেপি থেকে আসা বিশ্বজিৎ দাসকে গুরুত্ব দিল তৃণমূল।
তৃণমূলের ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে সরানো হয়েছে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত এই নেতাকে মন্ত্রীপদে আনা হতে পারে। যা নিয়ে শুরু হয়েছে জোরালো জল্পনা।
হুগলির জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীর জায়গায় জেলা সভাপতি পদে আনা হল অরিন্দম গুঁইকে। শোনা যাচ্ছে মন্ত্রীপদে আসতে পারেন স্নেহাশীষ। দক্ষিণ দিনাজপুরে উজ্জ্বল দে বসাকের জায়গায় তৃণমূলের নতুন জেলা সভাপতি হলেন মৃণাল সরকার।