East Bengal : রেকর্ড অর্থে ফুটবলার সই করানোর পথে ইস্টবেঙ্গল

রেকর্ড অর্থে ট্রান্সফার করার পথে ইমামি-ইস্টবেঙ্গল (East Bengal)। প্রতিভাধর ভারতীয় ফরোয়ার্ডের সঙ্গে ক্লাব সই সম্পন্ন করার পথে অনেকটা এগিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে…

VP suhair may on the way to East Bengal

রেকর্ড অর্থে ট্রান্সফার করার পথে ইমামি-ইস্টবেঙ্গল (East Bengal)। প্রতিভাধর ভারতীয় ফরোয়ার্ডের সঙ্গে ক্লাব সই সম্পন্ন করার পথে অনেকটা এগিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে খুশির আমেজ লাল হলুদ জনতার মধ্যে।

আরও পড়ুন: Emami-East Bengal: মালেয়শিয়ায় প্রি-সিজেন সারতে পারে ইমামি-ইস্টবেঙ্গল

দল বদলের বাজারে ভিপি সুহেরকে নিয়ে দীর্ঘ দিন ধরে আলোচনা চলছে। আগামী মরসুমে তিনি কোন ক্লাবের হয়ে মাঠে নামবেন সেটা দেখার জন্য ফুটবল প্রেমীরা মুখিয়ে রয়েছে। এখনও পর্যন্ত যা খবর, সব কিছু ঠিকঠাক চললে সুহেরকে লাল হলুদ জার্সি পরে মাঠে দেখা গেলেও যেতে পারে।

আরও পড়ুন: Aniket Yadav: ইস্টবেঙ্গলে সই করতে কলকাতায় এলেন এই তারকা ভারতীয় ফুটবলার

ভিপি সুহেরকে দলে নেওয়ার জন্য মরিয়া চেষ্টা করেছে কেরালা ব্লাস্টার্স। কেরালার ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ডকে সহজে দলকে ছাড়তে নারাজ নর্থ ইস্ট ইউনাইটেড। বেশ কিছু শর্ত রাখা হয়েছে তাঁর দল বদলের ক্ষেত্রে। তাই কেরালা চেষ্টা করেও পিছু হটেছে সম্প্রতি। কিন্তু নাছোড়বান্দা ইস্টবেঙ্গল। কেরালার মতো লাল হলুদও ভিপিকে দলে নেওয়ার ব্যাপারে জোরালো দাবিদার। আপাতত ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে বলে খবর।

আরও পড়ুন: East Bengal : ব্রাজিলের চ্যাম্পিয়ন ফুটবলারকে দলে চাইছে ইমামি-ইস্টবেঙ্গল!

সূহের কলকাতায় আগে খেলেছেন। ইস্টবেঙ্গল, মোহনবাগান দুই ক্লাবে খেলার অভিজ্ঞতা তাঁর রয়েছে। কলকাতা ফুটবলের আমেজ, বড় দলের জার্সি পরে খেলার চাপ, সমর্থকদের আবেগের সঙ্গে তিনি পরিচিত। ফরোয়ার্ডের পাশাপাশি উইঙ্গার হিসেবেও তিনি খেলতে পারেন। সবথেকে বড় কথা তাঁর দৌড়। খেটে খেলতে পারেন ভিপি সুহের।