SSC scam: “বাংলার লজ্জা মমতা”, সংসদে ধর্নায় বিজেপি

রাজ্যের শিক্ষক দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের ঝাঁঝ দেখা গেল সংসদের অন্দরেও। মমতা সরকারের আমলে এহেন বড়সড় দুর্নীতির অভিযোগ তুলে ধরে সোমবার সংসদ ভবনের অন্দরেই বিক্ষোভ দেখাতে…

রাজ্যের শিক্ষক দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের ঝাঁঝ দেখা গেল সংসদের অন্দরেও। মমতা সরকারের আমলে এহেন বড়সড় দুর্নীতির অভিযোগ তুলে ধরে সোমবার সংসদ ভবনের অন্দরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি সাংসদরা।

জানা গিয়েছে, বাংলা ছাড়িয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে দিল্লিতে চলে ধর্না। উপস্থিত ছিলেন দলের জ্যোতির্ময় মজুমদার, লকেট অচট্টোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী, খগেন মুর্মুরাও। এসএসসি দুর্নীতি কাণ্ডে ইডির হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা, সোনার গয়না, বিদেশী মুদ্রা।

রাজ্যের একাধিক জায়গায় পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। এরই মধ্যে সোমবার অধিবেশনের শুরুতেই গান্ধী মুর্তির পাদদেশে ধর্না দিলেন বিজেপি সাংসদরা। এদিন একাধিক পোস্টার হাতে নিয়ে ধর্না দেখান বিজেপির সাংসদরা। সেখানে কোথাও লেখা “এত বড় দুর্নীতির পরেও সততার প্রতীক কেন নিশ্চুপ?”, “লজ্জায় মুখ ঢেকে যায়। কু শিক্ষা মন্ত্রী জেলে যায়!” আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে লেখা “বাংলার লজ্জা মমতা”।