Sumeet Passi: কোচের ইচ্ছেয় এই তারকা স্ট্রাইকারকে নিতে পারে ইস্টবেঙ্গল !

আক্রমণভাগে খেলোয়াড় প্রয়োজন। এমনও একজনকে যিনি গোল চেনেন, সেই সঙ্গে দলের স্বার্থে উজাড় করে দিতে পারবেন নিজেকে। শোনা যাচ্ছে, সুমিত পাসিকে (Sumeet Passi) দলে নেওয়ার…

east bengal may interest in Sumeet Passi

আক্রমণভাগে খেলোয়াড় প্রয়োজন। এমনও একজনকে যিনি গোল চেনেন, সেই সঙ্গে দলের স্বার্থে উজাড় করে দিতে পারবেন নিজেকে। শোনা যাচ্ছে, সুমিত পাসিকে (Sumeet Passi) দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী ইমামি-ইস্টবেঙ্গল।

আরও পড়ুন: East Bengal: ভিপি সূহেরের পর আরও এক দুর্ধর্ষ ফরোয়ার্ডকে নিতে চলেছে ইস্টবেঙ্গল

ময়দানের জল্পনা অনুযায়ী সুমিত পাসিকে সই করানোর জন্য চেষ্টা চালাতে পারে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন নিজে সুমিতকে দলে চাইছেন, এমনটা দাবি করছেন ময়দানের একাংশের। মোটা অংকের ট্রান্সফার ফি কিংবা বেতনের বিনিময়ে ফুটবলার সই করাতে কার্পণ্য করছে না ইমামি-ইস্টবেঙ্গল। সুমিতের ব্যাপারে ক্লাব চেষ্টা চালালে অর্থ সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Birbhum: শুভেন্দু অধিকারীর সভামঞ্চে নারদ ঘুষের ছবি! মুচকি হাসছেন দুধকুমার-কেষ্ট

সুমিত পাসি অত্যন্ত সম্ভাবনার সঙ্গে উঠে এসেছিলেন ভারতীয় ফুটবল সার্কিটে। কিন্তু উচ্চ পর্যায়ের ফুটবলে তাঁকে সেভাবে দেখা যায়নি। ইন্ডিয়ান সুপার লিগেও ধারাবাহিকভাবে সুযোগ পাননি। ২০১৩ সালে ইন্ডিয়ান অ্যারোজের হাত ধরে পেশাদার ফুটবল কেরিয়ারের সূত্রপাত। পরে খেলেছেন স্পোর্টিং গোয়া, রাউন্ডগ্লাস পাঞ্জাবের মতো ক্লাবে। ইন্ডিয়ান সুপার লিগে খেলেছেন নর্থ ইস্ট ইউনাইটেড, জামশেদপুরের হয়ে।

আরও পড়ুন: চাকরি প্রার্থীদের টাকায় পেল্লায় বাড়ি বানিয়ে পালিয়েছে বহু TMC নেতা

আইএসএল-এর দু’টি ক্লাবে খেললেও সেই অর্থে সাড়া ফেলতে পারেননি সুমিত। গোলও করেছিলেন। সুমিত আক্রমণভাগের পাশাপাশি, প্রয়োজনে সাইড ব্যাকেও খেলতে পারেন। ফর্মে থাকলে উইং বরাবর দৌড়ে নাস্তানাবুদ করতে পারেন প্রতিপক্ষকে। এখনও পর্যন্ত কলকাতার কোনও ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা তাঁর নেই।