Thailand: প্রাণভয়ে ছুটছেন মানুষ, নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৩

একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মর্মান্তিক মৃত্যু হল ১৩ জনের। এছাড়া আহত হয়েছেন ৪০ জনেরও বেশি মানুষ। যদিও আহত ও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে…

একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মর্মান্তিক মৃত্যু হল ১৩ জনের। এছাড়া আহত হয়েছেন ৪০ জনেরও বেশি মানুষ। যদিও আহত ও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে খবর। ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের (Thailand) একটি নাইটক্লাবে।

জানা গিয়েছে, শুক্রবার একটি নাইটক্লাবে আগুন লেগে কমপক্ষে ১৩ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে । ব্যাংকক থেকে প্রায় ১৫০ কিলোমিটার (৯০ মাইল) দক্ষিণে চোনবুরি প্রদেশের সাত্তাহিপ জেলার মাউন্টেন বি নাইটস্পটে রাত ১টা নাগাদ (১৮০০ জিএমটি বৃহস্পতিবার) আগুন লাগে।

উদ্ধারকারী সংস্থার পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা গেছে, ক্লাব থেকে পালিয়ে আসা মরিয়া দর্শকরা চিৎকার করছে, তাদের কাপড়ে আগুন জ্বলছে। উদ্ধারকারীরা আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের তিন ঘন্টারও বেশি সময় লাগিয়েছিল।

নিহতদের মধ্যে চারজন মহিলা ও নয়জন পুরুষ। নিহতরা সবাই থাই নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

স্বাস্থ্য ও নিরাপত্তা প্রবিধানের প্রতি থাইল্যান্ডের ঢিলেঢালা মনোভাব সম্পর্কে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, বিশেষ করে এর অগণিত বার এবং নাইটক্লাবগুলিতে। এর আগে ২০০৯ সালে ব্যাংককের সান্তিকা ক্লাবে নববর্ষের প্রাক্কালে একটি পার্টিতে ভয়াবহ আগুন লাগে যার ফলে ৬৭ জন নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়।

সান্তিকার মালিককে আগুনের জন্য তিন বছরের জন্য কারাগারে পাঠানো হয়েছিল।