ইস্টবেঙ্গল বাতিল মারিও হলেন জাতীয় দলের কোচ

জাতীয় দলের কোচ হলেন মারিও রিভেরা। ইস্টবেঙ্গলের (East Bengal) কোচিং করানো সেই মারিও দায়িত্ব পেয়েছেন ব্রুনেইয়ের জাতীয় দলে। লাল হলুদ ব্রিগেডের পর এটাই তাঁর নতুন…

coach Mario Rivera Brunei

জাতীয় দলের কোচ হলেন মারিও রিভেরা। ইস্টবেঙ্গলের (East Bengal) কোচিং করানো সেই মারিও দায়িত্ব পেয়েছেন ব্রুনেইয়ের জাতীয় দলে। লাল হলুদ ব্রিগেডের পর এটাই তাঁর নতুন দল।

কয়েক দফায় ইস্টবেঙ্গলের দায়িত্ব পেয়েছিলেন মারিও রিভেরা। ২০১৮-১৯ মরসুমে এসেছিলেন লাল হলুদ তাঁবুতে। সহকারী সরকারী ভূমিকা পালন করেছিলেন তখন। তারপর আরও দুই দফায়, এবার প্রধান কোচের ভূমিকায় তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

ক্লাব যখনই বিপদে পড়েছে, ডাক পড়েছে মারিওর। ক্রমে সমর্থকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। হাইপ্রোফাইল আলেহান্দ্রো মেনেন্দেজ গার্সিয়ার বদলে লাল হলুদ সমর্থকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। দ্বিতীয় দফায় কোচিং করানোর সময় আশা যুগিয়েছিলেন মারিও।

শ্রী সিমেন্ট জমানার শেষ ভাগেও তাঁর ডাক পড়েছিল। রেনেডি সিং – এর হাত থেকে নিয়েছিলেন দলের ব্যাটন। এবার চেষ্টা করেও বিশেষ কিছু করতে পারেননি। দলকে সফলতা এনে দিতে না পারলেও ড্যামেজ কন্ট্রোল কোচ হিসেবে মারিওকে অনেকেই হয়তো মনে রাখবেন।

সম্প্রতি ব্রুনেইয়ের জাতীয় দলের কোচ হয়েছে। আগেও এই দেশে কাজ করছিলেন তিনি। ইস্টবেঙ্গলে আসার আগে ২০১৭-১৮ মরসুমে ছিলেন ব্রুনেইয়ের অনূর্ধ্ব একুশ দলের কোচ। ফলে চেনা দেশেই আবার ফিরলেন মারিও রিভেরা।