East Bengal: স্যোশাল মিডিয়াতে লাল-হলুদ স্ট্রাইকার এলিয়ান্দ্রোর ভিডিও ভাইরাল

চলতি ২০২২-২৩ ফুটবল মরসুমে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) এফসি সেশনের প্রথম টুর্নামেন্ট ডুরান্ড কাপে প্রথম দু ম্যাচে জয়ের মুখ দেখেনি। শেষ ম্যাচে ইন্ডিয়ান সুপার লীগ…

Eleandro

চলতি ২০২২-২৩ ফুটবল মরসুমে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) এফসি সেশনের প্রথম টুর্নামেন্ট ডুরান্ড কাপে প্রথম দু ম্যাচে জয়ের মুখ দেখেনি। শেষ ম্যাচে ইন্ডিয়ান সুপার লীগ (ISL) চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি’কে ব্যাকফুটে ঠেলে ৪-৩ গোলে সেশনের প্রথম জয় ছিনিয়ে এনেছিল। অবশ্য এই জয় ডুরান্ড কাপ অভিযানে লাল হলুদ ব্রিগেডের কোনও কাজেই আসেনি। ইতিমধ্যে স্টিফেন কনস্টাটাইনের ছেলেরা কলকাতা লীগ এবং ISL’কে পাখির চোখ করে অনুশীলন শুরু করে দিয়েছে নিজেদের ক্লাব তাবুর মাঠে।

শনিবার, বিশ্বকর্মা পুজোর দিনেও ইমামি ইস্টবেঙ্গল টিমের অনুশীলন সেশন ছিল।এদিন ক্লাব তাবুতে ঢোকার মুখে লাল হলুদ স্ট্রাইকার এলিয়ান্দ্রো এক ক্লাব সমর্থকের দিকে হাত বাড়িয়ে করমর্দন করে গলা মেলাতে গিয়ে বাংলা ভাষাতেই ওই সমর্থকের কাছে জানতে চান,”দাদা,কেমন আছো।” এই মুহুর্তটি ইমামি ইস্টবেঙ্গলের টুইটার হ্যান্ডেলে একটি সংক্ষিপ্ত সময়ের ভিডিও পোস্টের মাধ্যমে সামনে আসতেই তা ভাইরাল হয়ে উঠেছে।

প্রসঙ্গত,এলিয়ান্দ্রো কাটায় বিদ্ধ লাল হলুদ ব্রিগেড। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এলিয়ান্দ্রোকে নিয়ে জোর চর্চ্চা ভারতীয় ফুটবল মহলে। কেন?এলিয়ান্দ্রোর আগের ক্লাব থাইল্যান্ডের সমুত প্রাকান সিটির হয়ে ১৫ ম্যাচে ৩ গোল রয়েছে নামের পাশে। এই পরিসংখ্যান থেকেই লোকে নাক কুঁচকানো শুরু করেছে। শুধু তাইই নয়,এলিয়ান্দ্রো নিজের ফুটবল কেরিয়ারে কখনই টানা কোনও ক্লাবের হয়ে ফুটবল খেলেনি এবং দলে থাকলেও খুব বেশি প্রথম একাদশে সুযোগ ঘটেনি। প্রথম একাদশে সুযোগ না পাওয়াটাও ব্রাজিলিয়ান এই স্ট্রাইকারের বিরুদ্ধে যাচ্ছে।

ইমামি ইস্টবেঙ্গল টিমে এলিয়ান্দ্রোর ফুটবল ভবিষ্যৎ নিয়ে জোর গুঞ্জন চলছে। কানপাতলে শোনা যাচ্ছে এলিয়ান্দ্রোকে ছেড়ে দিতে পারে টিম ম্যানেজমেন্ট। সত্যি কি ছেড়ে দিতে পারে এলিয়ান্দ্রোকে লাল হলুদ ব্রিগেড। এমন সম্ভাবনা কতটা তা নিয়ে চুলচেরা বিশ্লেষণে না গিয়ে সোজাসাপ্টা ভাবে বলে দেওয়া ভালো ইমামি ইস্টবেঙ্গল এফসি ইতিমধ্যেই ফুটবলার এলিয়ান্দ্রোকে ‘ডেডলাইন’ ধরিয়ে দিয়েছে।

ডেডলাইন কেন ধরিয়ে দিয়েছে? এর কারণ এলিয়ান্দ্রোর ফিটনেস। লাল হলুদ কোচ স্টিফেন কনস্টাটাইনের কাছে এলিয়ান্দ্রোর ফিটনেস একটা বড় ইস্যু।আর এই ফিটনেস নিয়ে বৃটিশ কোচ আপোষহীন। জানুয়ারিতে ফিফা উইন্ডো খুলবে।

জানুয়ারির, ফিফা উইন্ডো খোলার আগে লাল হলুদ ব্রিগেড ২০২২-২৩ ফুটবল সেশনে ইন্ডিয়ান সুপার লীগের (ISL) অক্টোবর,নভেম্বর ডিসেম্বর এই তিনমাসে মোট ১১ ড়া ম্যাচ খেলবে। এই ১১ টা ম্যাচে ব্রাজিলিয়ান স্ট্রাইকার এলিয়ান্দ্রোর পারফরম্যান্স আতস কাচের তলায় থাকবে। পরীক্ষাতে ফেল করলেই ‘ব্যাড বয়’ তকমা সেটে কিটস ব্যাগে কাঁধে চাপিয়ে লাল হলুদ শিবির থেকে বেরিয়ে যেতে হবে। তাই ইমামি ইস্টবেঙ্গল টিম কর্তৃপক্ষ একটু হিসেব করেই এলিয়ান্দ্রো ইস্যুতে এগোতে চাইছে।

এই মুহুর্তে এলিয়ান্দ্রোকে ছেড়ে দিলে এলিয়ান্দ্রো ক্লাবের থেকে ক্ষতিপূরণ চাইতে পারে, যা লাল হলুদ ব্রিগেডের কাছে কোনও ভাবেই কাম্য নয়।তাই কিছুটা সময় চুরি করে এলিয়ান্দ্রোর পারফরম্যান্সকে ঢাল করেই এলিয়ান্দ্রো ইস্যুতে এগোতে চাইছে ইমামি ইস্টবেঙ্গল। ১১ টা ম্যাচের রিপোর্ট কার্ড সামনে রেখে দর কষাকষির হাত ধরে ‘মধুরেণসমাপয়েৎ’ ঘটাতে চাইছে ইস্টবেঙ্গল। ট্রাপিজের খেলার মতোই ইস্টবেঙ্গলে এলিয়ান্দ্রোর ফুটবল কেরিয়ার দুলছে।পা ফস্কালেই অতল খাদের কিনারায় তলিয়ে যেতে পারেন ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার। যেভাবে ডেডলাইন এলিয়ান্দ্রোকে ধরিয়ে দেওয়া হয়েছে, এটা চ্যালেঞ্জিং ফুটবলার এলিয়ান্দ্রোর কাছে।এমন চাপের পরিবেশে যখন সকল সময়ে ছেটে ফেলার খাঁড়া ঝুলছে তখন স্ট্রাইকার এলিয়ান্দ্রো কত দ্রুত নিজের জায়গা পোক্ত করে তুলতে পারে প্রথম একাদশে পারফর্ম করে, গোটা ফুটবল মহল তাকিয়ে রয়েছে এলিয়ান্দ্রোর খেলা দেখার জন্যে।