AIFF’র “নিয়োগ প্রক্রিয়ার নিরপেক্ষতা” নিয়ে প্রশ্ন তুললেন ভাইচুং

ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (AIFF) সাজি প্রভাকরণের সেক্রেটারি- জেনারেল হিসেবে নিয়োগের বিষয়টি “পুনর্বিবেচনা” করতে বলেছেন। এই ইস্যুতে…

ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (AIFF) সাজি প্রভাকরণের সেক্রেটারি- জেনারেল হিসেবে নিয়োগের বিষয়টি “পুনর্বিবেচনা” করতে বলেছেন।

এই ইস্যুতে AIFF সভাপতি কল্যাণ চৌবেকে ভাইচুং চিঠি লিখেছেন। ওই চিঠিতে ভাইচুং ভুটিয়া AIFF সভাপতির কাছে প্রস্তাব রেখেছেন যে, ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির এজেন্ডায় এই ইস্যুকে অন্তর্ভুক্ত করার।

অন্যদিকে, ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে চিঠিটি পেয়েছেন বলে স্বীকার করে প্রতিক্রিয়াতে বলেন, “আমি চিঠিটি পেয়েছি এবং এটি কার্যনির্বাহী কমিটির সভায় আলোচনা করা হবে।” ভারতের প্রাক্তন অধিনায়ক প্রথম কার্যনির্বাহী কমিটির বৈঠকের কথা উল্লেখ করে বলেন, খসড়ার কার্যবিবরণী পড়ে মনে হচ্ছে ইসির সদস্য না হওয়া সত্ত্বেও তিনি(প্রভাকরণ) বৈঠকে উপস্থিত ছিলেন। ভাইচুং’র মতে,এটা ফেডারেশনের “নিয়োগ প্রক্রিয়ার নিরপেক্ষতা” নিয়ে প্রশ্ন উঠছে। এখন দেখার গোটা বিষয়ে ভারতীয় ফুটবল মহলের অন্দরে জল কতদূর ঘোলা হয়।