Calcutta League: ডায়মন্ড হারবার এফসির কাছে পরাজিত মোহনবাগান

গত মহামেডান ম্যাচ ড্র করার দরুন প্রিমিয়ার ডিভিশন লিগের সুপার (Calcutta League) সিক্স নিশ্চিত করে ফেলেছে মোহনবাগান। তবে আজ ছিল গ্রুপ পর্বের শেষ ম্যাচ।

Mohun Bagan ,Diamond Harbor FC

গত মহামেডান ম্যাচ ড্র করার দরুন প্রিমিয়ার ডিভিশন লিগের সুপার (Calcutta League) সিক্স নিশ্চিত করে ফেলেছে মোহনবাগান। তবে আজ ছিল গ্রুপ পর্বের শেষ ম্যাচ। যেখান তাদের প্রতিপক্ষ ছিল কিবু ভিকুনার ডায়মন্ড হারবার এফসি। নির্ধারিত সময়ের শেষে তাদের কাছে ১-০ গোলের ব্যবধানে পরাজিত হয় মোহনবাগান সুপারজায়ান্টস। যা দেখে অবাক হয়েছেন অনেকেই।

তবে আজকের এই ম্যাচ যে হাড্ডাহাড্ডি হতে চলেছে তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন বাগান দলের জুনিয়র কোচ বাস্তব রায়। শেষ পর্যন্ত বাগান দলের সহকারী কোচ ও গোলকিপার কোচ মাঠে থাকলেও কিবুর কামালে পরাজিত হতে হয় বাগান ব্রিগেডকে।

উল্লেখ্য, কলকাতা লিগের লড়াইয়ের ক্ষেত্রে ময়দানের তিন প্রধানের মতো অনেক আগেই সুপার সিক্স পাকা করে ফেলেছিল ডায়মন্ডহারবার এফসি। তবে আজ ম্যাচ জিতে পয়েন্ট বাড়ানোই অন্যতম লক্ষ্য ছিল তাদের। সেইমতো শুরু থেকেই আক্রমণের ঝড় তুলতে থাকে ডায়মন্ডহারবার এফসি। ম্যাচ শুরুর প্রায় এক মিনিটের ও কম সময়ে গোল করে দলকে এগিয়ে দেন সপ্রিয় পন্ডিত।

যারফলে, ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় ডায়মন্ডহারবার। তবে সেখানেই থেমে থাকেনি তাদের ফুটবলাররা। সময়ের সাথে সাথে আক্রমণ বাড়াতে থাকে তাদের ফুটবলাররা তবে আর ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি। তাই প্রথমার্ধে ১ গোলেই এগিয়ে থাকে কিবু ভিকুনার দল।

তবে দ্বিতীয়ার্ধ থেকে চাপ বাড়াতে থাকে মোহনবাগান দলের ফুটবলাররা। যারফলে, কিছুটা হলেও চাপে পড়ে যায় প্রতিপক্ষের ডিফেন্ডাররা। এমনকি ফাঁকা বার পেয়ে ও গোল করতে ব্যর্থ থাকে বাস্তব রায়ের ছেলেরা। তাই শেষ পর্যন্ত ওই এক গোলের ব্যবধানেই পরাজিত হতে হয় মোহনবাগান দলকে।