Ivan Gonzalez: ইস্টবেঙ্গল ফুটবলার ইভান গঞ্জালেস টুইট করে কী বার্তা দিলেন

ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) এফসি এখন চুটিয়ে ইন্ডিয়ান সুপার লিগকে পাখির চোখ করে প্র্যাক্টিস করে চলেছে। এরই মধ্যে লাল-হলুদ শিবিরের ডিফেন্ডার ইভান গঞ্জালেসের (Ivan Gonzalez)…

East Bengal Footballer Ivan Gonzalez

ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) এফসি এখন চুটিয়ে ইন্ডিয়ান সুপার লিগকে পাখির চোখ করে প্র্যাক্টিস করে চলেছে। এরই মধ্যে লাল-হলুদ শিবিরের ডিফেন্ডার ইভান গঞ্জালেসের (Ivan Gonzalez) টুইট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ফুটবল মহলে।

শুক্রবার, ইভান গঞ্জালেস টুইট করেছে,”কখনও কখনও আপনাকে কেবল লোকে এবং প্রকল্পের ওপর আস্থা রাখতে হবে 🙏” প্রসঙ্গত, ২০২২-২৩ ফুটবল মরসুমে ইমামি ইস্টবেঙ্গল শিবিরের শক্তি বাড়ানোর সময়ে অর্থাৎ প্লেয়ার সাইনিংর সময়কালে পদ্মা পাড়ের ক্লাব ঝাঁপিয়েছিল ইভান গঞ্জালেস এবং বার্ট ওগবেচেকে টার্গেট করে।

প্লেয়ার ধরার ছিপে ইভান গঞ্জালেস উঠে আসলেও নাইজেরীয় স্ট্রাইকার ওগবেচে অধরা থেকে যায়। ওগবেচে আইএসএলে হায়দরাবাদ এফসি শিবিরে নাম লেখায়।

জানুয়ারি মাসে ফিফা উইন্ডো ওপেন হবে। লাল হলুদ শিবির একজন স্কোরার খুঁজে চলেছে। বিদেশি ফরোয়ার্ড হিসেবে আইএসএলে ইমামি ইস্টবেঙ্গল সাইনিং করিয়েছে এলিয়ান্দ্রো এবং ক্লেইটন সিলভাকে। এই দুই বিদেশির মধ্যে এলিয়ান্দ্রোকে নিয়ে লাল হলুদ ব্রিগেডে খচখচানি অব্যাহত।

https://twitter.com/IvanGGonzalezz/status/1575763614882877442?s=20&t=46SDYtEFZBrA3I4bab7VQw

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এলিয়ান্দ্রোর ধারাবাহিকতা নিয়ে নাক কুচকানো শুরু হয়ে গিয়েছে।এলিয়ান্দ্রোর আগের ক্লাব থাইল্যান্ডের সমুত প্রাকান সিটির হয়ে ১৫ ম্যাচে ৩ গোল রয়েছে নামের পাশে। এই পরিসংখ্যানের সঙ্গেই এলিয়ান্দ্রো নিজের ফুটবল কেরিয়ারে কখনই টানা কোনও ক্লাবের হয়ে ফুটবল খেলেনি এবং দলে থাকলেও খুব বেশি প্রথম একাদশে সুযোগ ঘটেনি। প্রথম একাদশে সুযোগ না পাওয়াটাও ব্রাজিলিয়ান এই স্ট্রাইকারের বিরুদ্ধে যাচ্ছে।

ইমামি ইস্টবেঙ্গল টিমে এলিয়ান্দ্রোর ফুটবল ভবিষ্যৎ নিয়ে জোর চর্চ্চা চলছে। কানপাতলে শোনা যাচ্ছে, আইএসএলের প্রথম ৫ ম্যাচে এলিয়ান্দ্রোর পারফরম্যান্স আতস কাঁচের তলায় থাকবে। এই ৫ ম্যাচ ঠিক করে দেবে লাল হলুদ শিবিরে  এলিয়ান্দ্রোর ফুটবল ভাগ্য। এই কারণেই ইমামি ইস্টবেঙ্গল শিবির তলে তলে ওগবেচে সহ বেশ কয়েকজন বিদেশি ফুটবলারের সঙ্গে কথা চালিয়ে চলেছে।