East Bengal: মশালবাহিনীর নতুন হেড কোচের নাম ঘোষণার দিনক্ষণ কার্যত চূড়ান্ত

কিন্তু প্রশ্ন হলে আগামী মরশুমের জন্য তাহলে কাকে দায়িত্ব দেবে লাল-হলুদ শিবির (East Bengal Football Club)? বিগত কিছুদিন ধরেই জোসেফ গাম্বাউয়ের নাম উঠে আসছিল প্রবলভাবে।

East Bengal Football Club-র নতুন হেড কোচের চিত্র

সুপার কাপের পর যে লাল-হলুদ থেকে ছাঁটাই হবেন স্টিফেন কনস্ট্যানটাইন বর্তমানে সেকথা সকলেই জানা। সেই নিয়ে নিজেও মন্তব্য করেছেন ভারতীয় দলের এই প্রাক্তন কোচ। কিন্তু প্রশ্ন হলে আগামী মরশুমের জন্য তাহলে কাকে দায়িত্ব দেবে লাল-হলুদ শিবির (East Bengal Football Club)? বিগত কিছুদিন ধরেই জোসেফ গাম্বাউয়ের নাম উঠে আসছিল প্রবলভাবে। যিনি এবছরের আইএসএলে নকআউট খেলিয়েছেন ওডিশা এফসিকে। মনে করা হচ্ছিল আগামী আইএসএলের জন্য হয়তো এবার তাকেই ভরসা করতে পারে ইস্টবেঙ্গল ক্লাব।

আরও পড়ুন: বৈঠক বিভ্রাটে আগামী মঙ্গলবার ফের আলোচনায় বসছে Emami-East Bengal

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

বিশেষ করে গতকাল তার কলকাতার আসার পরে সেই সম্ভাবনা আরো জোড়াল হয়ে উঠেছিল। মনে করা হচ্ছিল আজ লগ্নিকারী সংস্থার সঙ্গে বৈঠকের পরেই হয়ত ঘোষনা করা হবে তার নাম। আদতে সেইরকম কিছুই হল না আজ। প্রায় আড়াই থেকে তিন ঘন্টা ইমামি কতৃপক্ষের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করার পর সাংবাদিকদের মুখোমুখি হয় জানানো হয়, আগামী মরশুমের দল গঠনের প্রসঙ্গে মঙ্গলবার রাত ৮টা নাগাদ ইমামি অফিসে ফের বৈঠকে বসছে উভয় পক্ষ।

আরও পড়ুন: East Bengal: ইমামি কর্তাদের লাইব্রেরি-আর্কাইভ ঘুরিয়ে বৈঠকে বসল লাল-হলুদ

পাশাপাশি কোচ নিয়ে প্রশ্ন করা হলে তারা বলেন, আগামী পনেরো দিনের মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করবে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। তবে এক্ষেত্রে আইএসএলের অভিজ্ঞতা সম্পন্ন কোচদের দিকেই বাড়তি নজর দেওয়ার ইঙ্গিত মিলেছে। তাহলে কি গাম্বাউয়ের বদলে অন্য কাউকে ভাবছে ইস্টবেঙ্গল? তা এখনো পরিষ্কার হয়নি। তাই অপেক্ষা করতে হবে আরো বেশকিছু দিন।