IPL : ব্যাটিং ধস লখনউয়ের, রশিদের ঘূর্ণিতে শীর্ষে গুজরাট

পয়েন্ট (IPL) তালিকার ওপরের দুটি দল মুখোমুখি হলে উত্তেজনার পারদটা যে তুঙ্গে থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু ম্যাচে তার প্রতিফলন ঘটল না। চার-ছক্কার সুনামির পরিবর্তে টি-টোয়েন্টি…

পয়েন্ট (IPL) তালিকার ওপরের দুটি দল মুখোমুখি হলে উত্তেজনার পারদটা যে তুঙ্গে থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু ম্যাচে তার প্রতিফলন ঘটল না। চার-ছক্কার সুনামির পরিবর্তে টি-টোয়েন্টি বিপরীত আদল দেখল এই ম্যাচ। দেখল লখনউয়ের অসহায় আত্মসমর্পণ। ৬২ রানের বিশাল ব্যবধানে লোকেশ রাহুলদের হারাল হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স।

শুরুতে ব্যাট করে ৪ উইকেট খুইয়ে মাত্র ১৪৪ রান তোলে গুজরাট। গিল ওপেন করতে নেমে ৪৯ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন। বাকিরা কেউই ৩০-এর গণ্ডি টপকাননি। সবথেকে বড় বিষয়, ডেভিড মিলারের মতো দাপুটে ব্যাটার ২৬ রান করেন ২৪ বলে।

   

গোটা ইনিংসে মাত্র একটি ছক্কা হাঁকাতে সক্ষম হয়েছে গুজরাট। সেটি এসেছে মিলারের ব্যাট থেকেই। সুপার জায়ান্টসের হয়ে আভেশ খান সর্বোচ্চ দুটি উইকেট নেন।

জবাবে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে লখনউ সুপায় জায়ান্টস। তিন নম্বরে নেমে ২৬ বলে ২৭ রান করেন দীপক হুডা। এটাই তাদের দলের সর্বোচ্চ স্কোর। এছাড়া ডি কক (১১) এবং একেবারে শেষে নেমে আভেশ (১২) দুটি ছক্কা হাঁকিয়ে দু’অঙ্কের রানের মুখ দেখেন। মাত্র ১৩.৫ ওভারে ৮২ রানে গুটিয়ে যায় লখনউয়ের ইনিংস।

রশিদ খানের ঘূর্ণির সামনে মাথা তুলে দাঁড়াতে পারেননি তারা। আফগান স্পিনার একাই নেন চারটি উইকেট। অভিষিক্ত সাই কিশোর এবং যশ দয়াল দুটি করে উইকেট পান।