সীমান্তের অনুপ্রবেশ সমস্যা নিয়ে অসত্য বলছেন শাহ: সুখেন্দু শেখর রায়

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) পশ্চিমবঙ্গ সফরে এসে সীমান্তে অনুপ্রবেশ ও পাচার বন্ধ হওয়ায় বাংলার তৃণমূল কংগ্রেস সরকারের প্রশংসা করেছিলেন। কিন্তু অসম সফরে গিয়ে…

Amit Shah is lying about the problem of infiltration at the border

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) পশ্চিমবঙ্গ সফরে এসে সীমান্তে অনুপ্রবেশ ও পাচার বন্ধ হওয়ায় বাংলার তৃণমূল কংগ্রেস সরকারের প্রশংসা করেছিলেন। কিন্তু অসম সফরে গিয়ে বললেন, সীমান্তে অনুপ্রবেশ ও পাচার বন্ধ করতে অসম সরকার অত্যন্ত সফল। কিন্তু এই কাজে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বাংলা। আরও বলেন, এমনকী, পশ্চিমবঙ্গ সরকার এ বিষয়ে কেন্দ্রকে সহযোগিতা করছে না।

শাহর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সুখেন্দু শেখর রায় (Sukhendu Shekhar Roy)। মঙ্গলবার সুখেন্দুশেখর স্পষ্ট বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। তাঁর কথায় আদৌ কোনও ভিত্তি নেই। স্বরাষ্ট্রমন্ত্রী ভুলে গিয়েছেন যে, সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ বন্ধ করার দায়িত্বে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফ কেন্দ্রের অধীন। তাই সীমান্তে অনুপ্রবেশ, পাচার, চোরাচালান বন্ধ করার যাবতীয় দায়িত্ব কেন্দ্রের।

তিনি বলেন, যদিও সীমান্ত এলাকায় অপরাধমূলক কাজ বন্ধ করতে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রকে সব ধরনের সাহায্য করে চলেছে। গত সপ্তাহে কলকাতায় এসে শাহ সে কথা স্বীকারও করেছিলেন।

সুখেন্দুবাবু আরও বলেন সম্প্রতি দেখা গিয়েছে, একাধিক বিএসএফ অফিসার চোরাচালানের সঙ্গে যুক্ত থাকার কারণে গ্রেফতার হয়েছেন। তারপরেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে বাংলাকে দোষারোপ করলেন সেটা বোঝা যাচ্ছে না। আসলে বিজেপির একমাত্র লক্ষ্য হল পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের গায়ে কালি ছেটান। শাহ তাঁর স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতার দায়িত্ব বাংলার ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন, এটা ঠিক নয়।

সুখেন্দুশেখর রায় বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ওনার উচিত ছিল নিজের ব্যর্থতার দায় স্বীকার করে নেওয়া। কিন্তু সেই কাজ না করে তিনি বাংলার ঘাড়ে দোষ চাপিয়ে শুধুই লোক হাসিয়েছেন। কারণ সকলের মনে আছে যে, মাত্র দিন চারেক আগে বাংলায় এসে তিনি সীমান্তে অপরাধ বন্ধ হওয়ার ঘটনায় পশ্চিমবঙ্গ সরকারের প্রশংসা করেছিলেন।