মেয়াদি জমায় সামান্য হলেও সুদের হার বাড়াল SBI

অবশেষে মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। ৪৫ দিনের বেশি স্থায়ী আমানতে ০.৩৫ থেকে…

SBI raised interest rates on term deposits

অবশেষে মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। ৪৫ দিনের বেশি স্থায়ী আমানতে ০.৩৫ থেকে ০.৭৫ শতাংশ পর্যন্ত সুদের হার বাড়িয়েছে এসবিআই।  ১০ মে থেকেই এই বাড়তি সুদ পাবেন গ্রাহকরা।

এসবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ৪৬ থেকে ১৭৯ দিন পর্যন্ত মেয়াদী স্থায়ী আমানতে আগে সুদ দেওয়া হত ৩ শতাংশ। এবার থেকে এই ধরনের মেয়াদি জমায় সুদ দেওয়া হবে ৩.৫০ শতাংশ। ১৮০ থেকে ২১০ দিন পর্যন্ত মেয়াদি জমায় সুদের হার ছিল ৩.১০ শতাংশ। এবার সুদের নতুন হার হচ্ছে ৩.৫০ শতাংশ। ২১১ দিন থেকে ১ বছর পর্যন্ত স্থায়ী আমানতে সুদ ছিল ৩.৩০ শতাংশ। ১০ মে থেকে সুদের নতুন হার হবে ৩.৭৫ শতাংশ। ১ বছর থেকে দু’বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে সুদের হার ছিল ৩.৬০ শতাংশ।

   

এবার থেকে এই আমানতে সুদ দেওয়া হবে ৪ শতাংশ হারে। ২-৩ বছরের স্থায়ী আমানতের ক্ষেত্রে আগে সুদের হার ছিল ৩.৬০ শতাংশ। যা বেড়ে হচ্ছে ৪.২৫ শতাংশ। ৩ থেকে ৫ বছরের স্থায়ী আমানতে সুদের হার ৩.৬০ শতাংশ থেকে বেড়ে হল ৪.৫০ শতাংশ। ৫ বছরের ঊর্ধ্বে মেয়াদি জমায় সুদের হার ৩.৬০ শতাংশ থেকে বেড়ে ৪.৫০ শতাংশ হচ্ছে। তব প্রবীণ নাগরিকরা সব ক্ষেত্রেই ০.৫ শতাংশ সুদ বেশি পাবেন।

গত সপ্তাহেই রিজার্ভ ব্যাংক রেপো রেট বাড়িয়েছে। রেপো রেট বাড়ানোর কররণেই এসবিআই সুদের হার বাড়াল বলে মনে করা হচ্ছে। তবে এসবিআইয়ের এই সিদ্ধান্তে অনেকেই আশঙ্কা করছেন বাড়ি-গাড়ির ঋণে সুদের হার বাড়তে পারে।